আলিপুরদুয়ার, ১৬ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হরিবাড়িতে রায়ডাক সংকোশ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় ।
শনিবার ওই উৎসবে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জনজাতির শিল্পীরা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন । এলাকার বিভিন্ন জনজাতির চর্চার অভাবে হারিয়ে যেতে বসা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতেই এধরণের অনুষ্ঠান দীর্ঘদিন ধরেই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।
জানা গিয়েছে, এলাকার মেচ, রাভা, বোড়ো, আদিবাসী জনজাতির মাতৃভাষা ও লোকশিল্পের বিকাশ এবং সেইসঙ্গে প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী দিনেও তারা এমন সংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচী চালিয়ে যাবেন । এদিন স্থানীয় খুদে শিল্পীরাও “যেমন খুশি তেমন সাজো” বিভাগে অংশ নেয় । বিকেলের মধ্যেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষে সফল শিল্পী বা সাংস্কৃতিক দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
উৎসাহি বহু সংস্কৃতিপ্রেমী মানুষ দিনভর অনুষ্ঠান প্রাঙ্গণে ভীড় জমান । সন্ধ্যার পরেও হরিবাড়ি প্রাঙ্গণের মুক্তমঞ্চে বিনোদনমূলক নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কুমারগ্রাম শাখার সভাপতি খোকন তালুকদার জানিয়েছেন, এই এলাকায় বসবাসকারী বিভিন্ন জনজাতি গোষ্ঠীর অবলুপ্তপ্রায় কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে । শিল্পীরাও বছরভর এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584