দুদিন ব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক-সমাজসেবা মূলক কর্মসূচি ডাঙ্গরপাড়ায়

0
45

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শালবনি ব্লকের কর্ণগড় পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গরপাড়া গ্রামে শনিবার স্বাস্থ্য শিবির এবং রবিবার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও শীতবস্ত্র বিতরণ করল ‘সমব্যথী’ নামক নবগঠিত স্বেচ্ছাসেবী সংস্থা। সহযোগিতার হাত বাড়ালো ‘বিবেকানন্দ রিডিং পয়েন্ট’ নামক এক শিক্ষামূলক প্রতিষ্ঠান।

নিজস্ব চিত্র

ভাদুতলার নিকটবর্তী অপেক্ষাকৃত এই অনুন্নত গ্রামটিতে, দু’দিনব্যাপী এক জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছিল যৌথভাবে ‘সমব্যথী’ ও ‘বিবেকানন্দ রিডিং পয়েন্ট’।

শনিবার শালবনি’র বিডিও সঞ্জয় মালাকারের উপস্থিতিতে বিনামূল্যের এক স্বাস্থ্য শিবির আয়োজিত হয় স্থানীয় ডাঙ্গরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার একই জায়গাতে সারাদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজিত হয়।
সবশেষে,পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিজস্ব চিত্র

রবিবারের এই সমগ্র অনুষ্ঠান ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ‘শিক্ষারত্ন ২০১৯’ সম্মানে বিভূষিত ডঃ অমিতেশ চৌধুরী, পাঁচখুরী দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্রামুল হক, শিক্ষক মণিরাজ ঘোষ, সমাজসেবী মৃণাল কোটাল। ছিলেন ‘সমব্যথী’ স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম কাণ্ডারী ফাকরুদ্দিন মল্লিক এবং ‘বিবেকানন্দ রিডিং পয়েন্ট’ প্রতিষ্ঠানের কর্ণধার জগন্নাথ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here