হোমের আবাসিক পড়ুয়াদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
62

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

culture competition of home residential education
উদ্বোধন।নিজস্ব চিত্র

উত্তরবঙ্গের জেলাগুলির হোমের আবাসিক পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদহ টাউন হলে।পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য,জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা শাসক(জেলা পরিষদ) অরুন কুমার রায় সহ প্রশাসনিক কর্তাব্যাক্তিরা।
প্রতিবছরের মত এবারও রাজ্য সরকারের উদ্যোগে হোম আবাসিক পড়ুয়াদের নিয়ে প্রতিভা অন্বেষণ উৎসবের আয়োজন করা হয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির আটটি হোমের পড়ুয়াদের নিয়ে মালদহ জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সকালে হোমের পড়ুয়াদের নিয়ে একটি প্রভাত ফেরি অনুষ্ঠানের অয়োজন করা হয়। তারপর টাউন হলে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।হোমের পড়ুয়াদের নিয়ে এদিন বসে আঁকো, নাটক ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: অতি উৎসাহীদের উন্মাদনায় হাতিকে করে তুলছে আক্রমণাত্মক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here