শ্যামল রায়,কালনাঃ
রবিবার রাখিবন্ধন উৎসব।এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংস্কৃতি দিবস হিসেবে পালিত হলো মহকুমার সর্বত্র।এদিন পূর্বস্থলী১ ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংস্কৃতি দিবস পালিত হয়।এদিন হেমাতপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় রাজ্যের অন্যতম মন্ত্রী স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ কর্মী সমর্থকদের হাতে রাখি পরিয়ে দেন।এছাড়াও পথচলতি যাত্রীসাধারণ ও সাধারণ মানুষের মধ্যে রাখী এবং মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে। উপস্থিত ছিলেন দিলীপ মল্লিক পরিমল দেবনাথ নবকুমার কর সহ অনেকে।
এছাড়াও এদিন কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংস্কৃতি দিবস উপলক্ষে রাখি পড়ানো হয় কর্মী সমর্থক ও সর্বস্তরের সাধারণ মানুষদের।উপস্থিত ছিলেন দেবু টুডু প্রণব রায় সহ অনেকে।
কাটোয়া শহরেও রাখী বন্ধন উৎসবকে কেন্দ্র করে সংস্কৃতি দিবস পালিত হয়।বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায় কর্মী সমর্থকদের হাতে রাখী পরিয়ে দেন। এছাড়াও কাটোয়া ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাসমারোহে সংস্কৃতি দিবস পালিত হয়।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ মণ্ডল পূর্ত দফতরের কর্মদক্ষ সুব্রত মজুমদার গৌতম মুখোপাধ্যায় জয়া মজুমদার সহ অনেকে।মঙ্গলকোটে সম্প্রীতির উৎসবে’সংস্কৃতি দিবস পালিত হল। হিন্দু-মুসলিম সকলেই যেন এই রাখী উৎসবে একসাথে মেতে উঠেছিলেন।তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী কৈচর তৃণমূল কংগ্রেস কার্যালয় সংস্কৃতি দিবস পালন করেন।উপস্থিত ছিলেন মুন্সি রেজাউল হক মাহবুব চৌধুরী সহ অনেকে।এছাড়াও কালনা১ নম্বর ব্লকে সংস্কৃতি দিবস পালিত হয় রাখী পরিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল তৃণমূল ব্লক সভাপতি উমাশঙ্কর সিংহ রায়।
মন্তেশ্বরেও রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সংস্কৃতি দিবস পালিত হয় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি মো আজিজুল হক সৈকত পাঁজা সহ অনেকে।
এছাড়াও এই মহকুমার সব থেকে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করল বিদ্যানগর শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সমিতি।সমিতির অন্যতম সমাজসেবী ও শিক্ষক বিভাস বিশ্বাসের উদ্যোগে এবং স্থানীয় মহিলাদের পরিচালনায় রাখীবন্ধন উৎসব পালিত হলো। এদিন হিন্দু-মুসলিম ভাই-বোনেদের হাতে রাখী পরিয়ে দিয়ে শান্তির বার্তা পৌঁছে দেওয়া হলো।মানুষে মানুষে বিভেদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ এই ভাবনা থেকে স্থানীয় নজরুল শেখের হাতে রাখী পরিয়ে দিলেন বিশিষ্ট সমাজ সেবিকা মনীষা বিশ্বাস।এদিন উপস্থিত ছিলেন মহিলাদের মধ্যে অঞ্জলি দাস অর্চনা বিশ্বাস চায়না দাস অপর্না দাস মিনতি দাস অঞ্জনা দাস প্রমুখ।এছাড়াও পূর্বস্থলীতে স্থানীয় বিশিষ্টজনেদের ব্যবস্থাপনায় রাখী বন্ধন উৎসব পালিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও বুনি বুন বালার নেতৃত্বে স্থানীয় বিশিষ্টদের উপস্থিতিতে রাখী বন্ধন উৎসবের প্রধান কেন্দ্র বিন্দু ছিল গাছকে রাখী পরিয়ে বন্ধনে আবদ্ধ করা।পূর্বস্থলী রেল স্টেশনে আগত যাত্রীসাধারণকে সেইসাথে গাছে রাখী পরিয়ে দিয়ে দৃষ্টান্ত তৈরি করল স্থানীয় বিশিষ্টজনেরা।সুদীপ দাস বিনয় বিশ্বাস সুবোধ সরকার রামকৃষ্ণ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।পূর্বস্থলী থানার তরফ থেকেও রাখী উৎসব পালিত হয় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দাস সহ অনেকে।
এছাড়াও নদীয়া জেলা জুড়ে ও রাখী উৎসব পালনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংস্কৃতি দিবস পালিত হয়।নদীয়ার কল্যাণী রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর পলাশী বেতাই নবদ্বীপ সংস্কৃতি দিবস পালিত করল তৃণমূল কংগ্রেস।
নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংস্কৃতি দিবসে উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা নবদ্বীপ পৌরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ অনেকে। নবদ্বীপ থানার উদ্যোগে ও রাখীবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল উন্নয়ন আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584