মনিরুল হক,কোচবিহারঃ
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।শনিবার কোচবিহার শহরের রাজমাতা দীঘি থেকে এক মৃত দেহ উদ্ধারের ঘটনা ঘটে।কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সুত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই মৃত ব্যাক্তির নাম আশীষ চক্রবর্তী (৫২)।
প্রাক্তন সেনা কর্মী আশীষ বাবু শহরের বাদুর বাগান এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন।শুক্রবার বিকেল থেকে নিখোঁজ আশীষ বাবু।তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়।এদিন সকালে রাজমাতা দীঘিতে তাঁর দেহ ভাঁসতে দেখে পুলিশকে দেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ এসে সেখান থেকে আধার কার্ড ও ইলেকট্রিক বিল খুজে পান সেই সুত্র ধরে খোঁজ নিয়ে আশীষ বাবুর পরিচয় জানা যায়।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার হাসপাতালে পাঠায় পুলিশ।মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা না গেলেও পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে ঋণ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু দিন ধরে সমস্যায় ভুগছিলেন আশীষ বাবু।
এদিকে রাজমাতা দীঘি সহ শহরের বিভিন্ন দীঘি থেকে মাঝে মধ্যেই দেহ উদ্ধারের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা।৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা খুব চিন্তিত এবং আতঙ্কিত।শহরের বিভিন্ন দীঘি থেকে একের পর এক দেহ উদ্ধার হওয়ার ঘটনা ঘটছে।পুলিশের উচিত দীঘি গুলোর চার পাশে নিরাপত্তা বাড়ানো।যাতে এধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584