নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তিন মাস আগে থেকে মাইক প্রচার করে এলাকার মানুষদের জানানো হয়েছিল ২ নভেম্বর থেকে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক(এসবিআই) থেকে আধার কার্ডের সংশোধন করা হবে।
সেই মতো, শুক্রবার রাত থেকে মহিষাদল, নন্দকুমার, চন্ডীপুর-সহ বিভিন্ন এলাকার প্রায় আড়াই-তিন হাজার মানুষ জোটবদ্ধ হয় ব্যাঙ্কের সামনে।
ব্যাঙ্কের আধিকারিকরা এসে জানায়, মাত্র ২০০ জনের পরিষেবা দেওয়া হবে। এই খবর শোনার পর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর তারা চিৎকার শুরু করে ধীরে ধীরে বিক্ষোভে সামিল হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষদল থানার পুলিশ বাহিনী। তাদের উপস্থিতেই চলে বিক্ষোভ। পরে মহিষাদল এসবিআই ব্যাঙ্কের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, আগামী দিনগুলোতে প্রতিদিন ২০০ করে পরিষেবা দেওয়া হবে।
আরও পড়ুনঃ ছাটাইয়ের প্রতিবাদে সপরিবারে অবস্থান বিক্ষোভ বিএসএনএল কর্মীদের
গ্রাহকদের অভিযোগ প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক মানুষদের জন্য একদিন করে সময়সীমা বেঁধে দেওয়া হোক, তা না হলে সমস্যা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
তারা আরও বলে, যদি এর পরেও এই সমস্যার সমাধান না হয় তাহলে বিডিও অফিস ঘেরাও করবে তারা। যদিও মাইকিং প্রচারের পরে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584