ত্রিকোণ সম্পর্কে দুই বন্ধু কাটলো বন্ধুর পুরুষাঙ্গ

0
154

শ্যামল রায়,মন্তেশ্বরঃ
ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক আম বাগানের মধ্যে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল  পরিচিতি  দুই বন্ধুর বিরুদ্ধে। পুরুষাঙ্গ কেটে ফেলার পর অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই যুবক। স্থানীয় বাসিন্দারা বাগানে এসে আমবাগানে ওই যুবককে দেখতে পেয়ে দ্রুত মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মারাত্মকভাবে জখম ওই যুবকের নাম শামীম মন্ডল (২৮)।

বাড়ি মন্তেশ্বর থানার রুইগুড়িয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে সোনাডাঙ্গায় গ্রামের আম বাগানে‌। মন্তেশ্বর থানায় দুই বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে যে ওই দুই বন্ধু কে ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যা নাগাদ দুই বন্ধু শামীমকে কম্পিউটার মেরামতের নাম করে ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাডাঙ্গার আম বাগানের কাছে প্রসঙ্গে বচসা এবং বিতর্ক হয়। তারপর আম বাগানে নিয়ে গিয়ে পুরুষাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ। শামীম চিৎকার-চেঁচামেচি শুরু করার পর অচৈতন্য অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাগানের মধ্যে। স্থানীয়রা আমবাগানে আসার পর ঘটনাটি চোখে পড়ে। দ্রুত মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারপর বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই দুই বন্ধুর বাড়ি কাটোয়া থানার মেজেয়ারি  গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে যে শামীমের সঙ্গে এক যুবতীর দীর্ঘদিন ধরে প্রেম-ভালোবাসা চলছে। ওই মেয়েটি সাথে ওই দুই বন্ধুর ও একটা সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক জানা গিয়েছে। জখম শামীম মণ্ডলকে বারবার বলা হয়েছিল ওই মেয়েটির সাথে সম্পর্ক না রাখার কথা। কিন্তু শামীম শোনেনি এমনকি মেয়েটিও শামিম কে ভালোবাসে বলে প্রাথমিক অনুমান। এই থেকেই বিবাদের কারণ ওই বন্ধুর সাথে‌। প্রেম-ভালোবাসা করলেও যাতে ওই মেয়েটি আর শামীমকে বিয়ে করতে না পারে সেজন্যই শামীমের পুরুষাঙ্গ কেটে দিয়েছে বলে এলাকায় খবর। শামীমের দাদা হাসিবুল মণ্ডল জানিয়েছেন যে দুই বন্ধু পরিকল্পিতভাবে ভাইকে খুনের চেষ্টা করেছিল। ভাই যদিও প্রেম-ভালোবাসা করে থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটাবে দুই বন্ধু ভাবতে অবাক লাগছে। দাদার দাবি ভাইকে খুন করার চেষ্টা করেছিল দুই বন্ধু। ভাই একজন কম্পিউটার মেকানিক । কম্পিউটার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছি দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছি পুলিশের কাছে।
মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে জোর তল্লাশি শুরু করেছি। এই ঘটনার পিছনে অন্য কি কারণ থাকতে পারে সে বিষয়েও তদন্ত করে দেখছি বলে পুলিশ জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here