নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ঘুড়ি ওড়ানোর চাইনিজ সুতোয় জড়িয়ে মৃত্যু।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বাসস্ট্যান্ডে। মৃতের নাম সাদিক খান (১৪)। মৃত পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে সাদিক তার বোনকে স্কুলে ছাড়তে যাচ্ছিল সে সময় খড়গপুর বাস স্ট্যান্ডে কয়েকজন ঘুড়ি ওড়াচ্ছিল। ওই ঘুড়ির সুতো তার গলায় ফেঁসে যায়। জোর করে টেনে সুতো ছাড়াতে গিয়েই গলা কেটে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃপুলিশি নিরাপত্তায় সুফল বাংলায় পেঁয়াজ বিক্রি বোলপুরে
চাইনিস সুতোর জন্যেই এই ঘটনাটা ঘটেছে বলে দাবি। ঘুড়ি ওড়ানোর নিষেধাজ্ঞার দাবিতে টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584