নিজস্ব সংবাদদাতা,নবদ্বীপঃচৈতন্য ভুমি নবদ্বীপ ধাম রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। প্রতিদিন বহিরাগত পর্যটকদের ভিড় হয়ে থাকে এ নবদ্বীপ ধাম রেলইসটেশন। স্টেশনের সৌন্দর্য বৃদ্ধিতে গাছের একটি ভূমিকা আছে। অথচ মঙ্গলবার সকাল থেকেই রেলস্টেশনের উপরে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে।
যাত্রীসাধারণের প্রশ্ন তুলেছেন গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে রেলস্টেশনে ট্রেন ধরতে এসে গাছের ছায়ায় এক যাত্রীসাধারণের প্রশ্ন তুলেছেন গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে রেলস্টেশনে ট্রেন ধরতে এসে গাছের ছায়ায় একটু দাঁড়িয়ে থাকি। কিন্তু এদিন দেখতে পেলাম গাছে কাটার পাশাপাশি সব গাছগুলোর ডালপালা কেটে ফেলছে রেল কর্তৃপক্ষ কিন্তু কেন?
এর উত্তর নেই রেল কর্তৃপক্ষের কাছে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ।
অথচ যাত্রীসাধার ক্ষোভে ফুঁসছেন। ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলস্টেশন নবদ্বীপ ধাম। কিন্তু রেলস্টেশনের সৌন্দর্য বৃদ্ধিতে যেমন গাছ প্রয়োজন তেমনি প্রকার রুদ্রের গাছের ছায়া বহু যাত্রীকে অনেকটাই বিশ্রাম এনে দেয়। কিন্তু গ্রীস্মের রোদকে উপেক্ষা করেই গাছ কেটে খেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাই রেলইস্টেশন আধিকারিকদের কাছে আবেদন যাত্রীদের যে এইভাবে গাছ কেটে ফেলা উচিত নয় বলে মন্তব্য করেছেন যাত্রীসাধারণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584