সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কন্যাশ্রী টাকাকে সুরক্ষিত ভাবে ব্যাঙ্কে রাখতে কলেজ ছাত্র ছাত্রীদের সাইবার ক্রাইমের পাঠ দেওয়া হলো।নাদিরা পেয়াদা জীবনতলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।কয়েকদিন আগে তার নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে কন্যাশ্রীর প্রায় ২৫ হাজার টাকা।সেই টাকার আনন্দে তিনি যখন বাড়িতে যাচ্ছেন ব্যাঙ্ক থেকে সঙ্গে নেন এটিএম কার্ড ও ব্যাঙ্কের পাশ বই।
ঠিক সেই সময় আসে একটি ফোন।জানানো হয় ব্যাঙ্ক থেকে ফোন করা হয়েছে, নতুন এটিএম কার্ডের উপরের সংখ্যা জানতে চাওয়া হয়।এটিএম বন্ধ হয়ে যাবে এই ভেবে নাদিরা বলে দেন এটিএমের কার্ডের সেই সব সংখ্যা।কার্ডের উপরে থাকা সংখ্যা বলতেই একের পর এক করে তিন দফায় তুলে নেওয়া হয় তার অ্যাকাউন্টের সেই টাকা।মোবাইলের ম্যাসেজ মারফত জানতে পারেন তার ২৫ হাজার টাকা পুরোটাই তুলে নেওয়া হয়েছে।পরের দিন ব্যাঙ্কে এসে জানতে পারেন টাকা ব্যাঙ্ক কাটেনি।সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তিনি।ফোন কল আসা নম্বরটি দিলেন জীবনতলা থানাতে দেন।থানার ও সি সুভাষ ঘোষ পুলিশ মারফত চেষ্টা করেছেন কিন্তু আজও ফেরত পেলেননা সেই টাকা।এরপর জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হিমাদ্রি ভট্টাচার্য্য চক্রবর্তী ঠিক করলেন সাইবার ক্রাইম নিয়ে পাঠ দেওয়া হবে ছাত্র ছাত্রীদের।আর সেই মতো বৃহস্পতিবার কলেজে অনুষ্ঠিত হলো সাইবার ক্রাইম ও নারীপাচার নিয়ে কর্মশালা।যাতে কলেজের হাজার খানেক পড়ুয়া উপস্থিত থাকলেও যার মধ্যে ছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।
মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হলো কন্যাশ্রী। প্রতিমাসে মাসে ছাত্রীদের নিজেদের অ্যাকাউন্টে চলে আসে সেই টাকা।আঠারো বছর বয়স পেরোলেই এক কালিন মেলে ২৫ হাজার টাকা।সেই টাকা দিয়েই চলে বহু ছাত্রীর পড়াশুনা।আর সেই টাকাকেই টার্গেট করেছে হ্যাকাররা।সরকারী টাকা খোয়া যাওয়ায় নাদীরার মত সমস্যায় পড়ছেন বহু ছাত্রী। নতুন করে আর কেউ যাতে সেই সমস্যার সম্মুখীন না হন তাই এই সেমিনারের কর্মসূচি।এবিষয়ে কলেজের প্রিন্সিপাল বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটা কলেজে সাইবার ক্রাইমের পাঠ ছাত্র ছাত্রীদের দেওয়ার নির্দেশ আছে।আমরা সেই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এই সেমিনারের আয়োজন করেছি।
আরও পড়ুনঃ আরবিআই সতর্কবার্তাঃএই অ্যাপটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে
যাতে সহজে কেউই এই সাইবার ক্রাইমের শিকার না হন।শুধু তাই নয় নারী ও শিশু পাচার রোধে কি ভাবে ব্যবস্থা নিতে পারেন ছাত্র ছাত্রীরা তার জন্য তাদের কি করনীয় তা শেখানো হলো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584