করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ওয়েব সাইট জাল, সজাগ উত্তর দিনাজপুর পুলিশ

0
285

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা নিয়ে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ওয়েবসাইটকে নকল করে প্রতারণার অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের নানা এলাকায়। এনিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে রায়গঞ্জ পুলিশের জেলা সাইবার ক্রাইম থানা। ইতিমধ্যেই সমস্ত ই-পেমেন্ট পদ্ধতিতে নজরদারিতে রাখা হচ্ছে। নির্দিষ্ট ইউপিআই ছাড়া যদি কেউ অন্য আই ডি তৈরি করে প্রচার করে, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন রায়গঞ্জ পুলিশের শীর্ষ কর্তারা। যে কোনও সাধারণ মানুষ এই তহবিলে নিজেদের সাধ্যমতো টাকা জমা করতে পারেন।

Cyber police station | newsfront.co
নিজস্ব চিত্র

বিভিন্ন অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে এই ত্রাণ দেওয়া যাবে বলে প্রচার করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নাম দেওয়া হয়েছে পি এম কেয়ার্স ফান্ড । অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে নানা ধরনের ওয়েব সাইট তৈরি করে প্রতারণা করার ছক কষেছে প্রতারকরা। নাম একই রেখে ব্যাঙ্কের ঠিকানা বদলে দেওয়া হচ্ছে ।

আরও পড়ুনঃ লকডাউনে বন্ধ দোকান, প্রশাসনের কাছে সাহায্য চেয়ে স্মারকলিপি মাথাভাঙ্গা ক্ষৌরকার সমিতির

ফলে সাধারণ মানুষ যে কোনও সময় প্রতারিত হতে পারেন। বিষয়টি নজরে আসতেই রায়গঞ্জ পুলিশের তরফে সাইবার ক্রাইমে আধিকারিকদের নজরদারি করতে বলা হয়েছে। এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নামে জালিয়াতি করে বিভিন্ন সময়ে প্রতারণা করা হচ্ছে, সাইবার ক্রাইমের আধিকারিকদের সক্রিয় থাকতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here