রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
‘বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান অভিযান’ শুরু হল বৃহস্পতিবার থেকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে জেলাব্যাপী সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
মুর্শিদাবাদের কান্দি শহর থেকে কলকাতা পর্যন্ত এই র্যালির শুভ সূচনা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। প্রায় ৬০ থেকে ৭০ জন এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। বিভিন্ন জায়গায় তারা বিদ্যাসাগরের বাল্যবিবাহ ও অক্ষয়কুমার দত্তের জীবনী নিয়ে আলোচনা করে। পাশাপাশি মেয়েরা পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মের গোঁড়ামি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজ্ঞানমনস্কতা প্রসারের লক্ষ্যে এগিয়ে এসেছে।
আরও পড়ুনঃ ভাঙড় বইমেলার উদ্বোধন
দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা উন্নয়ন বৈচিত্র্য এবং সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়কে সামনে রেখে দুই মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয়কুমার দত্তের দ্বিশতবর্ষ উপলক্ষে সারা রাজ্য জুড়ে কর্মসূচি পালন করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584