শব্দ দূষণ রুখতে সাইকেল র‍্যালি রায়গঞ্জে

0
80

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

কালীপুজো মানেই শব্দবাজি-আতসবাজির দাপট। যার জেরে দূষণ।
তাই এই দূষণ রুখতে এবারে ইতিবাচক পদক্ষেপ নিল সামাজিক এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।

cycle rally at raiganj
নিজস্ব চিত্র

পরিবেশ রক্ষার স্বার্থে শব্দ দূষণ রুখতে অভিনব এক সাইকেল র‍্যালির ব্যবস্থা করল সংস্থার সদস্যরা। রবিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে মার্চেন্ট ক্লাব ময়দান থেকে পরিবেশ দূষণ রুখতে র‍্যালির ব্যবস্থা করা হয়।

দিন-রাত মাত্রাতিরিক্ত ও অসহনীয় শব্দ দূষণের কবলে অতিষ্ট হয়ে উঠছেন শহরবাসী। পুজো উপলক্ষ্যে কালিয়াগঞ্জের আলিতে গলিতে চলছে উচ্চ মাত্রার শব্দ দূষণ। অতিরিক্ত শব্দ দূষণে শ্রবনশক্তি লোপসহ উচ্চরক্ত চাপ, মাথাধরা, অজীর্ণ, পেপটিক আলসার, অনিদ্রা ও হৃদযন্ত্রের সমস্যাসহ নানা রকম মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এত কিছুর পরও কর্মরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ প্রকাশ করছেন ‘ফিনফিড’-এর সদস্যরা।

cycle rally at raiganj
নিজস্ব চিত্র

শব্দের মাত্রা মাপার কোন ব্যবস্থা না থাকলেও গত কয়েকদিন ধরে পুজো উপলক্ষ্যে শহরের শব্দের মাত্রা ২০০ ডেসিবেলের চেয়েও অধিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানুষের স্বাভাবিক শ্রবণযোগ্য শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল থেকে ৬০-৭০ ডেসিবেল পর্যন্ত। কিন্তু এভাবে যত্রতত্র এভাবে মাইক বাজিয়ে বা শব্দ দূষনের ব্যাপারে প্রশাসন ও আইনের প্রয়োগ-নিয়ন্ত্রণ নেই।

প্রশাসনিক কোন ব্যবস্থা না থাকায় প্রচার মাইক ও যানবাহনের উচ্চ শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here