রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ
‘সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১০০ টি বাই সাইকেল নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার সকাল ৮টায়। শক্তিগড় থানার অফিসার ইন চার্জ সুব্রত বেরা উদ্যোগে ও বিধায়ক নিশীথ কুমার মালিক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোশিয়েশনের পরিচালনায়।বন্ডুল ২ নং গ্রাম পঞ্চায়েতের ক্লাব অ্যাসোসিয়েশন ভুক্ত সমস্ত ক্লাবগুলির সম্মানীয় সদস্য – সদস্যাগণদের বর্ণময় উপস্থিতি ও সহযোগিতায় পদযাত্রা শুরু হয়।সিংহপাড়া বাজার থেকে কাষ্ঠকুড়ুম্বা বাজার ও কাদরা গ্রাম সামন্তী হয়ে সামন্তী বাজার পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলে।
পদযাত্রায় তে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন সভাপতি নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার অফিসার ইন চার্জ, সুব্রত বেরা, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সনত মন্ডল,বিশিষ্ট সমাজসেবী সেখ জাহাঙ্গীর ও সব্যসাচী চোধুরী,স্বাধীন কোনার সহ অন্যান্য পদস্থ আধিকারিক,অন্যান্য অতিথিবৃন্দ ও ক্লাব অ্যাসোসিয়েশনের কমিটির সকল পদাধিকারীগণ।
আরও পড়ুনঃ জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাইক র্যালি
ছেলে ধরা ও অন্যান্য বিষয় নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে;গণ পিটুণি চলছে তার তীব্র নিন্দা করেন বিধায়ক।যাতে সকলে সজাগ থাকেন তার বার্তা দেন এদিন। ক্লাব গুলিকেও সজাগ থাকার বার্তা দেন ও.সি সুব্রত বেড়া।এদিন পদযাত্রা তে ১৫০টি সাইকেল ছিলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584