‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচারে সাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

0
66

রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ

Cycle rally for promote safe drive save life
নিজস্ব চিত্র

‘সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১০০ টি বাই সাইকেল নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার সকাল ৮টায়। শক্তিগড় থানার অফিসার ইন চার্জ সুব্রত বেরা উদ্যোগে ও বিধায়ক নিশীথ কুমার মালিক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোশিয়েশনের পরিচালনায়।বন্ডুল ২ নং গ্রাম পঞ্চায়েতের ক্লাব অ্যাসোসিয়েশন ভুক্ত সমস্ত ক্লাবগুলির সম্মানীয় সদস্য – সদস্যাগণদের বর্ণময় উপস্থিতি ও সহযোগিতায় পদযাত্রা শুরু হয়।সিংহপাড়া বাজার থেকে কাষ্ঠকুড়ুম্বা বাজার ও কাদরা গ্রাম সামন্তী হয়ে সামন্তী বাজার পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলে।

Cycle rally for promote safe drive save life 2
বর্নাঢ্য শোভাযাত্রা। নিজস্ব চিত্র

পদযাত্রায় তে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন সভাপতি নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার অফিসার ইন চার্জ, সুব্রত বেরা, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সনত মন্ডল,বিশিষ্ট সমাজসেবী সেখ জাহাঙ্গীর ও সব্যসাচী চোধুরী,স্বাধীন কোনার সহ অন্যান্য পদস্থ আধিকারিক,অন্যান্য অতিথিবৃন্দ ও ক্লাব অ্যাসোসিয়েশনের কমিটির সকল পদাধিকারীগণ।

আরও পড়ুনঃ জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাইক র‍্যালি

ছেলে ধরা ও অন্যান্য বিষয় নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে;গণ পিটুণি চলছে তার তীব্র নিন্দা করেন বিধায়ক।যাতে সকলে সজাগ থাকেন তার বার্তা দেন এদিন। ক্লাব গুলিকেও সজাগ থাকার বার্তা দেন ও.সি সুব্রত বেড়া।এদিন পদযাত্রা তে ১৫০টি সাইকেল ছিলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here