নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তেল ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার
হলদিয়া মেচেদার ৪১নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারীর কাছে একটি তেল ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতাই গুড়িয়া(৫১) বছরের এক ব্যক্তির।
মৃত ব্যক্তি তমলুক থানার নিমতৌড়ি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ডাব ব্যবসা করতেন জীবন যাপন করতেন তিনি। বাড়ি যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন ঐ ব্যক্তি।
আরও পড়ুনঃ গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, গুরুতর আহত ৪
তেল ট্যাংকারটি খালি অবস্থায় যখন আসছিল সেই সময় গাড়ির মধ্যেই ড্রাইভার এর সামনে এসে পড়ে একটি সাপ। গাড়ির মধ্যে সাপ দেখে ড্রাইভার ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটির। তখনই ধাক্কা মারে নিতাই গুড়িয়া নামে ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ৪১নং জাতীয় সড়ক যানজটের সৃষ্টি হয়। তমলুক থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তেল ট্যাংকারে ড্রাইভারটি আত্মসমর্পণ করেছে তমলুক থানা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584