সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
একচিলতে টালির ঘরে বাস ছিল দুটি মানুষের, মহাদেব ও কল্পনার। আমপানে সর্বশান্ত করে দিয়েছে তাদেরকে। অসুস্থ স্বামীর চিকিৎসা করার পরিস্থিতি নেই কল্পনার। ঘরে নেই চাল, আলু, ডাল। যা দিয়ে ক্ষুদা মেঠাবে তারা। ঘর হারিয়ে পরের বাড়িতে মাথা গুঁজেছেন ঠিকই, কিন্তু আর কতো দিন চলবে এভাবে! আজও আমপানের কথা ভাবলে শিউরে ওঠেন মহাদেব ও কল্পনা।
চোখের সামনে হুরমুড়িয়ে ভেঙে পরে মাথা গোঁজার শেষ সম্বল টুকু। আজ তাদের খোলা আকাশ ছাড়া কিছুই নেই। ঝড়ে শেষ করেছে আসবাবপত্র। ঠোঙা তৈরীর কাগজ নষ্ট হয়েছে। ছড়িয়ে ছিঠিয়ে রয়েছে শুধু স্মৃতি। ডায়মন্ডহারবার এক নম্বর ব্লকে বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের লালবাটি গ্রামের ঘরুইপাড়াই বাস মহাদেব ও কল্পনা মন্ডলের।
স্বামীর কঠিন ব্যাধি। দীর্ঘ বারো বছর ধরে চলছে এই অসুখ। কল্পনা মন্ডলের উপর ছিল সংসারের ভার। একচিলতে টালির ঘরে অভাব অনটনের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। কল্পনা মন্ডল ঠোঙা করে, টিউশনি পড়িয়ে চালাচ্ছিল সংসার।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়ালেন বুলবুল খান
সবশেষ করে দিল আমপান ঘূর্ণিঝড়। কি শক্র ছিল এই দম্পত্তির জীবনে? তার উত্তর নেই। বসত বাড়ি হাড়িয়ে স্তম্ভিত মন্ডল দম্পতি।
আজ তাদের ভরসা সরকারের উপর। স্বামীর চিকিৎসার চিন্তা নেই বছর ষাটের কল্পনার। সত্তর বছরের স্বামী মহাদেবের অসুস্থতা জেনে চুপ করে থাকতে হচ্ছে তাকে। দুমুঠো অন্ন, বেঁচে থাকার উপায়। ব্যাশ আর কিছু না। আপাততো এটাই চাওয়া মন্ডল পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584