ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আবহাওয়া মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দুপুর নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় জাওয়াদ। যার জেরে উত্তাল হতে শুরু করেছে পুরীর সমুদ্র। আকাশ মেঘলা ও সঙ্গে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গিয়েছে। তবে স্থলভাগের উপর জাওয়াদের আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
আজ সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা জাওয়াদের। এরপরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল বরাবর আগামীকাল দুপুরের পুরীর উপকূলবর্তী অংশে পৌঁছে যাবে জাওয়াদ।
তবে পুরী উপকূলে পৌঁছে যাওয়ার পরেই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ বাংলায় ঢোকার আগেই ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। যার জেরে দক্ষিণবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ দূষণ কমার নামগন্ধ নেই ওদিকে চলছে স্কুল, সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে দিল্লি সরকার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584