শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আমফানের থেকেও বেশি শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়, মত আবহবিদদের। এপ্রিলের প্রথমদিকে বঙ্গোপসাগরে বড়সড় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১ এপ্রিল তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। তবে তা ঠিক কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত হানবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে ‘টাউকটে’।
এখনো পর্যন্ত যা পূর্বাভাস সেই অনুযায়ী ২৯ মার্চ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ১ এপ্রিল এবং উপকূলে আছড়ে পড়বে ৩-৪ এপ্রিল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে, যা ঘূর্ণিঝড় তৈরির জন্য আদর্শ। এছাড়া এপ্রিলের প্রথমদিকে বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাস্প থাকে, সেটিও ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ।
আবহবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার। গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আবার আবহবিদদের একাংশের মতে আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
আরও পড়ুনঃ জোম্যাটো কাণ্ডে নয়া মোড়! ফ্রিতে পিৎজা খাওয়া স্বভাব, দাবি অভিযোগকারীর প্রাক্তন রুমমেটের
তবে টাউকটে শেষ পর্যন্ত কোথায় আছড়ে পড়তে পারে সে ব্যাপারে নিশ্চিত কোনো পূর্বাভাস এখনও পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ওড়িশা থেকে মায়ানমার এর মধ্যেই কোথাও আছড়ে পড়তে পারে ‘ টাউকটে’। পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা ৩ থেকে ৪ এপ্রিলের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584