গুরগাঁও’য়ে নয়া নিয়ম, প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মাংসের দোকান

0
113

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মাংসের দোকান। মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গুরগাঁওয়ের কমিশনার বিনয় প্রতাপ সিংয়ের বিরোধিতা সত্ত্বেও মিটিংয়ে পাশ হল প্রস্তাব।

Gurgaon meat shop | newsfront.co
প্রতীকী চিত্র

মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গুরগাঁও এলাকায় সমস্ত মাংসের দোকান এখন থেকে বন্ধ থাকবে প্রতি মঙ্গলবার। বৃহস্পতিবার এমসিজির মিটিংয়ে পাশ হয় এই প্রস্তাব। মঙ্গলবার বহু হিন্দুই আমিষ খাবার খাননা, এই ধর্মীয় আবেগের ভিত্তিতেই প্রস্তাব আনা হয়, এমসিজি-র এলাকায় প্রতি মঙ্গলবার মাংসের দোকান বন্ধ রাখার। এদিনের মিটিংয়ে তা পাশও হয়ে যায়। যদিও এমসিজি কমিশনার বিনয় প্রতাপ সিং এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, খাদ্য প্রত্যেকের নিজস্ব পছন্দের বিষয়। তবে তাতে আটকায়নি প্রস্তাব পাশ হওয়া।

একই সঙ্গে পাশ হয়েছে এমসিজি এলাকায় মাংসের দোকানের লাইসেন্স ফি দ্বিগুন করার প্রস্তাবও। অর্থাৎ এখন থেকে মাংসের দোকানের লাইসেন্স ফি ৫০০০ টাকা থেকে বেড়ে হয় ১০০০০ টাকা। পাশাপাশি দশ গুণ বাড়ল বেআইনি মাংসের দোকানের জরিমানার পরিমাণ, ৫০০ টাকা থেকে জরিমানা এক ধাক্কায় বেড়ে হল ৫০০০ টাকা।

বৃহস্পতিবারের এমসিজির মিটিংয়ের ঘোষিত মুখ্য বিষয় ছিল দুটি। প্রথমত, মাংসের দোকানের লাইসেন্স ফি বৃদ্ধি ও দ্বিতীয় বিষয় ছিল আর্থিক জরিমানা বাড়িয়ে বেআইনি মাংসের দোকানের ওপর রাশ টানা। মঙ্গলবার মাংসের দোকান বন্ধ রাখার বিষয়টি অ্যাজেন্ডাতে ছিলই না। তবে বেশ কয়েকজন কাউন্সিলর এদিনের মিটিংয়ে প্রস্তাব রাখেন যে ‘হিন্দু ভাবাবেগ’- এর কথা মাথায় রেখে প্রতি মঙ্গলবার মাংসের দোকান বন্ধ রাখা হোক। এই প্রস্তাব সমর্থন করেন মেয়র মধু আজাদ। যদিও এবিষয়ে সহমত হননি কমিশনার বিনয় প্রতাপ সিং।

আরও পড়ুনঃ জোম্যাটো কাণ্ডে নয়া মোড়! ফ্রিতে পিৎজা খাওয়া স্বভাব, দাবি অভিযোগকারীর প্রাক্তন রুমমেটের

এদিনের মিটিংয়ে তিনি বলেন,”আমার মতে এটি একেবারেই মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয়। আমার স্ত্রী খাননা কিন্তু আমি আমিষ খাই। এব্যাপারে আমরা একে অপরের উপর নিজের নিজের মত চাপিয়ে দিইনা কেউ। নিজের বাড়িতে যখন আমরা ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি সেখানে কিভাবে গোটা একটা শহরের উপর আমরা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি!”

আরও পড়ুনঃ সুপ্রিমকোর্টে কোরানের বাণী মুছে দেওয়ার আর্জি, রিজভীর সমালোচনায় সরব শাহনওয়াজ

এমনকি মাংসের দোকানের লাইসেন্স ফি দ্বিগুণ করার ক্ষেত্রেও হাউসের বাকি সদস্যদের সঙ্গে সহমত হননি কমিশনার। তিনি প্রস্তাব রাখেন ফি বাড়ালেও তা যুক্তিসঙ্গত হওয়া প্রয়োজন। যেখানে বহু কাউন্সিলর প্রস্তাব রেখেছিলেন লাইসেন্স ফি ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০০ টাকা করার। জানা গিয়েছে বিনয় প্রতাপ সিংয়ের সঙ্গে উপস্থিত বাকি সদস্যদের যথেষ্ট উত্তপ্ত বাদানুবাদও হয় বিষয়গুলি নিয়ে।

মিটিংয়ের শেষে কমিশনার বিনয় প্রতাপ সিং জানান, “মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে এমসিজি এলাকার সমস্ত মাংসের দোকান। মাংসের দোকানের লাইসেন্স ফি ৫০০০টাকা থেকে বেড়ে হল ১০০০০ টাকা এবং বেআইনি মাংসের দোকানের জরিমানা ৫০০টাকা থেকে বেড়ে হল ৫০০০ টাকা। এর মধ্যে কোনো আইন ভাঙলেই এফআইআর দায়ের করা হবে বিক্রেতার বিরুদ্ধে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here