দুই সমকামী নারীর ‘করবা চৌথ’ পালন, বিজেপি মন্ত্রীর হুঁশিয়ারিতে বিজ্ঞাপনী ভিডিও প্রত্যাহার ডাবরের

0
50

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে নানারকম সামাজিক বার্তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। রবিবার তেমনই একটি বিজ্ঞাপন ঘিরে শোরগোল পরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এদিন দেশজুড়ে পালন করা হয় ‘করবা চৌথ’। এই উৎসব উপলক্ষ্যেই সম্প্রতি ডাবর তাদের ‘ফেম ক্রিম গোল্ড ব্লিচ’-এর একটি বিজ্ঞাপন সম্প্রচার করা শুরু করে। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছে যে, দু’জন তরুণী তাঁদের প্রথম করবা চৌথের জন্য তৈরি হচ্ছেন। এই উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন আর দুই তরুণীর একজন অন্যজনের মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছিলেন। এমন সময় আরও একজন মহিলা এসে তাঁদের দু’জনকেই উৎসবে নতুন শাড়ি উপহার দেন।

Karwa Chauth
ছবি সৌজন্যে : ডিএনএ ইন্ডিয়া

এরপর বিজ্ঞাপনের একেবারে শেষে দেখা গিয়েছে, ওই দুই তরুণী নতুন শাড়ী পড়ে ‘করবা চৌথ’ পালন করছে। এর থেকে বোঝা যাচ্ছে যে, আসালে ওই দুই তরুণী সমকামী। আর দু’জনেই দু’জনের জন্য ‘করবা চৌথ’ পালন করছে। সমাজের এক অন্য ছবি তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে। স্বাভাবিক ভাবেই বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর নীচে থাকা কমেন্ট বক্সে অনেকেই প্রশংসায় ভরিয়ে দেন ডাবরকে। আবার সেখানে নিন্দাতেও সরব হন অনেকেই। এক নেটিজেনের মন্তব্য, “এভাবে পশ্চিমি সংস্কৃতির আমদানি করে হিন্দুত্বকে কেন অপমান করছেন? এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী।” যাঁরা এমন অন্য ধরনের ভিডিও দেখে ডাবরের প্রশংসা করেছেন তাঁরা আবার নিন্দাও করেছেন এই বিজ্ঞাপন দেখে।

নেটিজেনদের একাংশের মতে, বিজ্ঞাপনে একদিকে যখন সমকামিতার মতো বিষয়কে তুলে আনা হয়েছে। অন্যদিকে, তেমন ক্রিম মেখে ফরসা হয়ে ওঠার কথাও বলা হয়েছে। একটি বিজ্ঞাপনে এই ধরনের বর্ণ বৈষম্য দেখানোর কোনো অর্থ নেই। ডাবরের এই নতুন বিজ্ঞাপন ঘিরে এমনই বিতর্ক শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার এই বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। আর তারপরই সেই বিজ্ঞাপনী ভিডিও প্রত্যাহার করল ডাবর।

বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ‘শুধুমাত্র হিন্দু উৎসবেই কেন এইধরনের বিজ্ঞাপন দেখানো হচ্ছে?’ এই প্রশ্ন তুলেই থেমে থাকেননি তিনি। নরোত্তম মিশ্র আরও বলেন, ‘এখন দুই মহিলার করবা চৌথ করা দেখাচ্ছে। পরে দু’জন পুরুষের সাতপাক হাঁটা দেখাবে। এইধরনের বিজ্ঞাপনে আমার আপত্তি আছে।’

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পুলিশের ডিজিকে বিজ্ঞাপনটি পরীক্ষা করতে নির্দেশ দেন। সেই সঙ্গে ডাবরকে এই বিজ্ঞাপনটি সরানোর নির্দেশ দেন। তিনি জানান, বিজ্ঞাপনটি যদি বন্ধ না করা হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরই ডাবর সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়। শুধু তাই নয়, সংস্থার তরফ থেকে এও জানানো হয়, যে ‘অনিচ্ছাকৃতভাবে মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য নিঃশর্তভাবে আমরা ক্ষমাপ্রার্থী।’

আরও পড়ুনঃ মহম্মদ শামিকে ঘিরে কটূক্তির জবাব দিতে গিয়ে দুই দেশেরই হৃদয় জিতলেন পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান

ডাবরের এই বিজ্ঞাপনের পাশাপাশি প্রকাশ ঝা পরিচালিত ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর বিরুদ্ধেও অভিযোগ আনেন নরোত্তম মিশ্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশ্রম নামের ওয়েব সিরিজটিতেও হিন্দু ধর্মের সংস্কৃতি আশ্রমকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে আশ্রমের বদনাম করা হচ্ছে। যা কখনোই উচিৎ কাজ নয়। একটি আশ্রমে অপরাধ ঘটার কারণে এভাবে সব আশ্রমকে বদনাম করতে পারেন না পরিচালক। এটা অন্যায়। আর তাই এই ওয়েব সিরিজটি নিয়েও আমার আপত্তি আছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here