নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের ‘অনার কিলিং’ যোগীরাজ্যে। নিজের কন্যার মাথা কেটে, হাতে ঝুলিয়ে নিয়ে থানার উদ্দেশ্যে হাঁটা দিলেন বাবা। জানা গেছে, মেয়ের প্রেমের সম্পর্কের কারণে এই ঘটনা ঘটিয়েছেন জন্মদাতা।
বুধবার দুপুরে যোগীরাজ্য উত্তরপ্রদেশের হারদোই জেলায় পান্দেতারা গ্রামে ঘটেছে এই ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, ১৭ বছরের কন্যা সন্তানের মাথা কেটে, হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন সরভেশ কুমার। আতঙ্ক ছড়ায় স্বাভাবিকভাবেই।
দু’জন পুলিশকর্মী ওই ব্যক্তিকে আটকান এবং ফোনে ভিডিয়ো করতে শুরু করেন। নাম, ঠিকানা জিজ্ঞাসা করেন। কার মাথা হাতে ঝুলিয়ে তিনি যাচ্ছেন, জিজ্ঞাসা করা হয় তাও। নির্বিকার চিত্তে সব প্রশ্নের উত্তর দেন সরভেশ। ভিডিয়োতেই ওই ব্যক্তি স্বীকার করেন, তিনিই মেয়ের মাথা কেটে হাতে ঝুলিয়ে চলেছেন থানায়।
আরও পড়ুনঃ হাথরাসে ফের হত্যা! নির্যাতিতার বাবাকে খুন করল ধর্ষক
আরও প্রশ্ন করতে থাকেন পুলিশ কর্মীরা, তখনই জানা যায় তাঁর মেয়ের সম্পর্কের কারণে অসন্তুষ্ট হয়েই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভিডিওতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, ঘরের দরজা বন্ধ করে একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়ের মাথা কেটে ফেলেছেন তিনি। বাকি দেহ ঘরের মধ্যেই পড়ে আছে। এই ভয়ানক বর্ণনা শোনার পর ওই কাটা মাথা রাস্তায় নামিয়ে ওখানেই সরভেশকে আটক করে পুলিশ, বিনা প্রতিবাদে তা মেনেও নেন তিনি।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নেওয়ার অব্যবহিত পরেই মৃত্যু স্বাস্থ্যকর্মীর
পুলিশ জানিয়েছে, বিস্তারিত ঘটনাটি তাঁরা জানতে পেরেছেন। একই সাথে জানা গিয়েছে, ওই ব্যক্তির থেকে উদ্ধার করার পর মৃতার মাথা আপত্তিজনকভাবে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন এক পুলিশকর্মী। সে কারণে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584