নীচু প্ল্যাটফর্মের কারনে দুর্ঘটনা নিত্য ঘটনা বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে

0
325

শ্যামল রায়,নবদ্বীপঃ

চৈতন্য ভূমি নবদ্বীপ ধামের বড় উৎসব রাস উৎসব।হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাদেই নবদ্বীপের মানুষ রাসযাত্রা মেতে উঠবেন।ইতিমধ্যেই রাস যাত্রার প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে।আর এই রাস যাত্রা উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রচুর দেশ-বিদেশের পর্যটকরা নবদ্বীপ ধামে আসেন।কাটোয়া হাওড়া রেলপথে অধিকাংশ যাত্রীরা নবদ্বীপধামে নামার জন্য বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন ব্যবহার করেন। আবার বাড়ি ফেরার পথে এই বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন ব্যবহার করেন।

নীচু প্ল্যাটফর্ম।ছবিঃপ্রতিবেদক

কিন্তু যাত্রীদের অভিযোগ যে ট্রেন স্টেশনে ঢুকছে কিন্তু নিচু প্ল্যাটফর্ম থেকে ট্রেনের কামরায় উঠতে নামতে চরম সমস্যায় পড়তে হচ্ছে।অনেক বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষে ট্রেনে ওঠানামা করা চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে।রেল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও সমস্যার সমাধান আজও হয়নি। মাঝেমধ্যেই নিচু প্ল্যাটফর্ম হবার কারণে দুর্ঘটনা ঘটছে অনেকেই মারাত্মকভাবে জখম হচ্ছেন এইচিত্র নিত্যনৈমিত্তিক ঘটনা বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে আপ কিংবা ডাউন প্লাটফর্মের এ এক চেনা ছবি।
রেলযাত্রীদের অভিযোগ যে,স্টেশন নিচু হওয়ায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।সবকিছু জানা সত্ত্বেও স্টেশন উঁচু করার ব্যাপার কারো কোন হেলদোল নেই। সমস্যার কথা স্বীকার করেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র।সূত্রের খবর যে বিভিন্ন প্লাটফর্মে এই রকম সমস্যা রয়েছে। সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।নদীয়া জেলার চাকদহতেও নিচু প্ল্যাটফর্ম উঁচু করার কাজ আমরা শুরু করব তাড়াতাড়ি।

আরও পড়ুনঃ মেলা দেখতে গিয়ে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু প্রৌঢ়ের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here