প্রতিদিন পালা করে দলবদল মাথাভাঙায়,কলেবরে বাড়ছে গেরুয়া

0
141

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

daily change the team in mathabhanga
নিজস্ব চিত্র

দলবদল অব্যহত কোচবিহার জেলায়।কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণের খাস তালুকে পালা করে দল বদল হচ্ছে প্রতিদিন।এর ফলে নিজের বিধানসভা এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাচ্ছে তৃণমূলের।

মঙ্গলবার রাতে তৃণমূলের টিকিটে জেতা মাথাভাঙা ২নং ব্লকের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস সহ তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সভার মধ্য দিয়ে প্রধান মহাদেব বিশ্বাস সহ তিন পঞ্চায়েত সদস্যদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন এলাকায় বিজেপি মন্ডল সভাপতি বিশ্বরূপ সরকার, মাথাভাঙা দুই নং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সঞ্জয় সরকার প্রমূখ।

daily change the team in mathabhanga
নিজস্ব চিত্র

এদিন বিজেপিতে যোগদান করে প্রধান মহাদেব বিশ্বাস বলেন, “নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত সবকা সাথ সবকা বিকাশ এ অনুপ্রাণিত হয়ে আজ আমি বিজেপিতে যোগদান করলাম।”

স্থানীয় বিজেপির যুব মোর্চা মন্ডল সভাপতি বনদেব সরকার বলেন, ‘এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বড়শোলমারির প্রধান সহ তিন সদস্য তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।এর আগে মাথাভাঙা বিধানসভা রুহিডাঙ্গা, ফুলবাড়ি, পারাডুবি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রতিনিধিরা বিজেপিতে যোগদান করেছে। তারফলে এই গ্রাম পঞ্চায়েত গুলি বিজেপির দখলে এসেছে।

আরও পড়ুনঃ কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

প্রসঙ্গত, বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৯।গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের তৃণমূল ১০ ও বিজেপি ৯ আসনে জয়ী হয়। একটি আসন বেশি পেয়ে গ্রাম পঞ্চায়েত গঠন করে তৃনমূল।বর্তমানে প্রধানসহ তৃণমূলের তিন সদস্য বিজেপিতে যোগদান করায় বিজেপির সদস্য সংখ্যা হল ১২।স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে চলে এলো বলে মনে করা হচ্ছে।

অপরদিকে, আজ নিশিগঞ্জ ১নং গ্রাম পঞ্চায়েতের ১১ জন তৃণমূলের প্রতিনিধি বিজেপিতে যোগদান করে বলে দাবী করলো স্থানীয় বিজেপি নেতৃত্ব।স্থানীয় মন্ডল সভাপতি অরিন্দম বিশ্বাস জানান, “আজ দুপুরে নিশিগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের ১১জন তৃণমূলের প্রতীকে জেতা সদস্য বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন, বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন প্রাক্তন জেলা সভাপতি অনিল মালাকার মতিন বর্মন সুশীল বর্মন প্রমুখ নেতারা।”

জানা গিয়েছে, নিশিগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৪টি।গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৩টি এবং বিজেপি পায় ১টি আসন।এদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরঞ্জন দাস সহ ১১জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করায় এই গ্রাম পঞ্চায়েতটিও তৃণমূলের হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

তৃণমূলের লাগাতার দলবদল প্রসঙ্গে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ বলেন, “বিজেপি এখন দল ভাঙার খেলায় মেতেছে ওদের সম্পর্কে বেশি কিছু না বলাই ভালো।তবে বিজেপির জেলা অন্যতম নেতা অভিজিৎ বর্মন ও মনোজ ঘোষের দাবি, “তৃনমুল যাই বলুক দলে দলে মানুষ বিজেপির দিকে ঝুঁকছে স্বেচ্ছায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here