নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন রুখতে কড়া বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভাঙছে মানুষের। একের পর এক স্টেশনে স্টাফ ট্রেনগুলি অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্য যাত্রী ও স্থানীয় মানুষরা।
মঙ্গলবার সকাল পৌনে ১০টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে লোকাল ট্রেন চালুর দাবিতে নিত্যযাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা শুরু করেন রেল লাইন অবরোধ। দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আটকে যায় রেলের স্টাফ স্পেশাল ট্রেনগুলি। ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি।
আরও পড়ুনঃ স্কুল-কলেজ, অফিস খোলার অনুমতি দিল বিহার সরকার
রেল লাইন অবরোধকারী স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দাবি, স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা খুবই কম। কাজেকর্মে যাওয়ার ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের এবং পাশাপাশি খরচও হচ্ছে বিস্তর। তাঁদের দাবি, অবিলম্বে চালু করতে হবে লোকাল ট্রেন । অবরোধকারীদের দীর্ঘক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন আরপিএফ ও জিআরপি-র আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584