উপগ্রহ মারফৎ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিয়ে ইউক্রেনের পাশে এলন মাস্কের সংস্থা ‘স্টার লিংক’

0
105

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই ধারাবাহিকভাবে চলছে বোমা, গোলাগুলি, আকাশপথে হামলা। ফলত বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী এলন মাস্ককে ট্যাগ করে একটি টুইট করেন, সেই টুইটে সাড়া দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ালেন এলন মাস্ক।

elon musk asked wfp director to publish an open source account
এলন মাস্ক, ছবিঃ রয়টার্স

এলন মাস্ককে মেনশন করে উপ প্রধানমন্ত্রী লেখেন, ”আপনারা মঙ্গল গ্রহে উপনিবেশ তৈরি করতে চান। এদিকে রাশিয়া তো ইউক্রেন দখল করে ফেলল! আপনাদের রকেট মহাকাশে পৌঁছে গিয়েছে। কিন্তু রাশিয়ার রকেট ইউক্রেনের সাধারণ মানুষদের উপরে হামলা করেছে। আমাদের আপনার কাছে আবেদন ইউক্রেনে স্টারলিঙ্ক স্টেশন স্থাপন করুন।”

এই আবেদনে সাড়া দিয়েছেন এলন মাস্ক। তিনি টুইট করে জানিয়েছেন, ইউক্রেনের সর্বত্র স্টারলিঙ্ক পরিষেবা শুরু হয়ে গিয়েছে। অন্য যেকোন মাধ্যমের ইন্টারনেট পরিষেবা বন্ধ হলেও উপগ্রহ মারফত ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম এলন মাস্কের সংস্থা ‘স্টার লিংক’।

আরও পড়ুনঃ ইউক্রেন থেকে কর্মীদের নিরাপদে অন্য দেশে সরানোর সব দায়িত্ব নিল গেম ডেভেলপার সংস্থা Ubisoft

ইতিমধ্যেই প্রায় দু’হাজার উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে স্টার লিংক’। যা সারা পৃথিবীতে বহু জায়গায় সফলভাবে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনও যোগ হল সেই তালিকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here