সুদীপ পাল,বর্ধমানঃ
রাত পেরোলেই শহীদ দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে রওনা হচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বুক করা হয়েছে বাস। রাস্তায় বাসের দেখা মিলছে না প্রতিদিনের মত। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলছে বাসের। ফলে দুর্ভোগের মুখে সাধারণ যাত্রীরা। যে বাস আসছে তাতে বাদুড়ঝোলা হয়ে যেতে হচ্ছে। অনেকে অবশ্য বাস মিলবে না আন্দাজ করে ট্রেনে যাতায়াত করছেন। ফলে ট্রেনেও ভালই ভিড় দেখা যাচ্ছে। বর্ধমান, দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে অধিকাংশ বাস তুলে নেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে মোটরভ্যান, মালবাহী গাড়িতে যাতায়াত চলছে। দূরপাল্লার বেশিরভাগ গাড়ি তুলে নেওয়ায় বড় রুটের যাত্রীরা সমস্যায় পড়ছেন।
যাত্রীদের বক্তব্য, সুযোগ বুঝে ছোট মালবাহী গাড়িগুলি অনেক বেশি ভাড়া নিচ্ছে। কোথাও আবার বেশি ভাড়া দিয়ে মোটরভ্যান এবং টোটোয় ভরসা করতে হচ্ছে যাত্রীদের। বাস যে কম তাতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, সমস্যায় পড়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারী কর্মচারী সকলেই। নোটিশ দিয়ে বাস তোলা হলে এই ভোগান্তি হত না বলে মত অনেকেরই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584