নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে তিনটি কিয়স্ক, দুটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রতিদিন জেলার দুশো লোকের লালারস পরীক্ষা করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। মূলত করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা জরুরি পরিষেবায় যুক্ত মানুষের লালারস পরীক্ষা করার কাজ করা হবে।
এছাড়াও জেলাতে জ্বরের রোগী, প্রসূতি ও যাদের জ্বর বা অন্যান্য উপসর্গ রয়েছে তাদের পরীক্ষা করা হবে। ভিন রাজ্য থেকে জেলায় আসা মানুষের লালারস পরীক্ষা করার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করেছে প্রশাসন। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার করোনা সংক্রমিত রোগীর খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ করোনার হদিস মিলল হাবড়ার এক বৃদ্ধের দেহে
পুলিশ, দমকল, চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষ, যাদের সামান্য উপসর্গ দেখা যাবে তাদের পরীক্ষা করবে জেলা স্বাস্থ্যবিভাগ। এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে প্রতিদিন দুশো লোকের লালারস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদেরও লালারস পরীক্ষা করা হবে। আমরা এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করেছি’। উল্লেখ্য, জেলার লাগোয়া মালদহ ও কিষানগঞ্জে করোনা পজিটিভ রোগীর সন্ধান মেলায় এই জেলা লালারস পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584