সুদীপ পাল,বর্ধমানঃ
সাবেক বর্ধমানের পুরনো পুরসভাগুলির মধ্যে অন্যতম দাঁইহাট পুরসভা।আগামী বছরে দেড়শো বছরে পা দিতে চলেছে এই পুরসভাটি। পুরসভায় রয়েছে চোদ্দটি ওয়ার্ড।শহরের জনসংখ্যাও পঁচিশ হাজারেরও বেশি।কিন্তু এই দাঁইহাট পুরসভার নির্দিষ্ট কোন বাজার না থাকার ফলে রাস্তার উপরেই বসে দোকান। তার ফলে দিনের ব্যস্ত সময়ে এবং সারাদিন জুড়ে তৈরি হয় যানজট।এলাকার বাসিন্দাদের বক্তব্য, বাজার করতে এলে মানুষজন যানবাহনে আসে সেগুলি অনেক সময়ে রাস্তার উপরেই দাঁড় করানো হয়।ফলত হেঁটে যাওয়ার মতন রাস্তাটুকু তখন থাকে না।বাসিন্দাদের বক্তব্য, বাজার যাঁরা দেন তাঁরা নির্দিষ্ট সময় থাকার পরে চলে যান কিন্তু পড়ে থাকা বর্জ্য পদার্থ রয়ে যায় রাস্তার ধারে। একে যানজট তার উপর তীব্র দুর্গন্ধ।এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একাধিকবার আবেদন করা হয়েছে।
নির্দিষ্ট কোন পার্কিং জোন না থাকায় বাজার করতে আসা মানুষ রাস্তাতেই গাড়ি দাঁড় করান এ নিয়েও প্রশাসন ওয়াকিবহাল। একটি নির্দিষ্ট পার্কিং জোনের যাতে ব্যবস্থা করা যায় সে নিয়েও আবেদন করা হয়েছে। নিত্যযাত্রীদের বক্তব্য ব্যবসায়ীরা যে বর্জ্য পদার্থ ফেলে যাচ্ছেন তাতে দুর্গন্ধে রাস্তা যাতায়াত করা ভয়াবহ হয়ে যাচ্ছে।অথচ এই বাজারটি এলাকার ভরসা কিন্তু তার পরেও কেন বাজারের দিকে প্রশাসন নজর দিচ্ছে না তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই চাইছেন একটি পার্কিং জোন এবং একটি নির্দিষ্ট জায়গায় বাজার।বিষয়টি নিয়ে পুরপ্রধান শিশির মন্ডল বলেন,বর্তমানে যেখানে আনাজের বাজার বসে তার পাশে পুরো বাজার এবং পার্কিং জোন তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে।অতি দ্রুত তা বাস্তবায়িত করা হবে।
আরও পড়ুনঃ বিধাননগরে খুনের ঘটনায় গ্রেফতার পাঁচ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584