নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে মহালয়ার ভোরে সামাজিক দূরত্ব পালন আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় থাকায় আগেই তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণেশ্বর মন্দির কমিটি।
এবার মন্দিরের তরফে জানানো হল, সামাজিক দূরত্ববিধির কথা মাথায় রেখে আগামী ১৭ সেপ্টেম্বর, মহালয়ার দিন ভোর থেকে বিকেল ৩টে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির।
তবে বিকেল ৩ টের পর থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এমনটা জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কমিটির অছি ও সম্পাদক কুশল চৌধুরী।
আরও পড়ুনঃ এবার আলিপুর চিড়িয়াখানার তথ্য মিলবে মোবাইল অ্যাপে
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে মন্দির কর্তৃপক্ষকে মহালয়ার দিন দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবেই সম্মতি দিল মন্দির কমিটি। জানানো হল ১৭ সেপ্টেম্বর সকালে বন্ধই থাকবে মন্দির।
আরও পড়ুনঃ করোনা বিদায় নিয়েছে, বিজেপিকে আটকাতেই লকডাউন করছেন দিদিমণিঃ দিলীপ ঘোষ
তবে ১৮ সেপ্টেম্বর থেকে সকাল সাড়ে ছ’টায় খুলে যাবে মন্দির। বন্ধ হবে বেলা সাড়ে বারোটায়। অন্যদিকে বিকেল তিনটেয় খুলবে মন্দির। বন্ধ করা হবে সাড়ে সাতটায়। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকের মাস্ক-স্যানিটাইজার ব্যবহার আবশ্যক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584