পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ
অর্থের অভাবে পড়াশুনা বন্ধ হয়ে যাওয়াটা এই পোড়া দেশে নতুন কোন ঘটনা নয়।কিন্তু এই গা সয়ে যাওয়া অন্যায় প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করলো দক্ষিণ দিনাজপুর জেল পুলিশ।আর্থিক অনটনে স্কুলছুটের পরিমান বাড়ার সাথে সাথে বাড়ছে শিশুশ্রমের মাত্রা।জেলায় এই মুহূর্তে শিশুশ্রমের গ্রাফ উর্ধমুখী।এই অবস্থা সামন্য বদলে দিতে পেশাগত দায়িত্বের বাইরেই সামাজিক দায়িত্ববোধ থেকে জেলার আটটি থানায় শিশুদের পড়াবেন পুলিশকর্মীরা।
বালুর ঘাটের নাজিরপুর,কুমারগঞ্জ,হিলি,গঙ্গারামপুর বুনিয়াদপুরের বংশীহারী সহ বিভিন্ন থানায় এই কর্মপ্রক্রিয়া শুরু হয়েছে।শিশু শিক্ষা নিকেতন নামে এই কোচিং সেন্টারগুলি সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দান করে চলেছে।পুলিশের তরফ থেকে সিভিক স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে এই পড়ানোর কাজে।যে সিভিক স্বেচ্ছাসেবকরা পাঠদান পক্রিয়ায় যুক্ত তাদের অন্য কোন কাজ দেওয়া হচ্ছে না।জেলার পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি আমাদের নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানিয়েছেন যে,কমিউনিটি ডেভলপের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার পাশা পাশি আগামীদিনে নবম শ্রেনীর ও জয়েন্ট পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে নলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584