শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের পর নতুন বছরে চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। সব ঠিকঠাক থাকলে ১ জানুয়ারির আগেই খুলে যেতে পারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। সাধারণ মানুষ কল্পতরু উৎসবে যোগ দিতে দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারেন এই নয়া মেট্রো চেপেই। লকডাউনের মধ্যে জোরকদমে চলছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলছে কাজ।
প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন, আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখতে হয়েছে অনেকটা মন্দিরের আদলেই। দূর থেকে দেখলে মনে হবে দক্ষিণেশ্বর মন্দির। ঠিক যেমন দক্ষিণেশ্বর রেল স্টেশন।
জানা গিয়েছে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নির্মাণের কাজ এবং বরানগর মেট্রো স্টেশন সাজানোর কাজ প্রায় শেষ।স্টেশন ভবন নির্মাণ কাজ প্রায় শেষ। এসক্যালেটর বসানো হয়ে গিয়েছে৷ প্ল্যাটফর্ম বোর্ড বসে গিয়েছে। চলছে এটিভিএম বসানোর কাজ। টিকিট কাউন্টার মেশিন বসানোর কাজ চলছে জোর কদমে।
স্টেশনে বিভিন্ন আত্মিক ম্যুরাল বসানো হয়েছে। বিশেষ বিশেষ দিনে ভিড়ের কথা মাথায় রেখেই, স্টেশন প্রশস্ত করা হয়েছে। তবে বরানগর অংশে কাজ কিছু বাকি আছে এখনও। বিশেষ করে ট্র্যামক বসানোর কাজ শেষ হলেও, তা চার্জ করে বারবার পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুনঃ নিজের প্যাঁচে এবার রাজ্যপাল নিজেই! ‘আরএসএস সুধীর’ চিঠি দেখিয়ে পালটা আক্রমণে তৃণমূল
এই মেট্রো স্টেশনে পৌঁছনোর জন্যে একদিকে বরানগর স্টেশন থেকে আবার অন্যদিকে ডানকুনি-শিয়ালদহ শাখায় দক্ষিণেশ্বর স্টেশন থেকেও মেট্রো চড়ার জন্য রাস্তা থাকছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে থাকছে মাত্র একটি স্টেশন।
নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে দুরত্ব হচ্ছে মাত্র ৪.১ কিলোমিটার। নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন জোর কদমে চলেছে সিগন্যাল-টেলিকমিউনিকেনর কাজ। সেই কাজ শেষ হয়ে গেলেই সি আর এসের কাছে আবেদন জানানো হবে।
আরও পড়ুনঃ পুজোর ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পরিকল্পনা জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট
তবে এই নতুন পথে মেট্রো চলাচলের সময় কিছু সমস্যাও আছে৷ যেহেতু দক্ষিণেশ্বরে কারশেড করার জন্যে কোনও জায়গা পাওয়া যায়নি, তাই নোয়াপাড়া কারশেড থেকে ট্রেন এলে তবেই মিলবে মেট্রো৷ নোয়াপাড়া থেকে যাত্রী ভর্তি মেট্রো এসে দাঁড়াবে প্ল্যাটফর্মে।
সেখানে যাত্রী নামানোর পরে আবার সেটি যাবে বরানগরের দিকে। সেখান থেকে আবার ক্রসওভার থেকে লাইন বদল করে আসবে দক্ষিণেশ্বরের অন্য প্ল্যাটফর্মে। তবে এই সমস্যার কতটা সমাধান করা যায়, সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন মেট্রো আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584