ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
বিবিসি সূত্রে জানা যায়, সম্ভাব্য নারী উত্তরসূরী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।
উল্লেখ্য গত মাসে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিব্বতের এই বৌদ্ধ ধর্মগুরু এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, ভবিষ্যতে কোন নারী দালাই লামা হতে চাইলে তাঁকে আকর্ষণীয় হতে হবে।
Clarification and Context of Remarks Made by His Holiness the Dalai Lama in a Recent BBC Interview https://t.co/wxCKZ8GTSe pic.twitter.com/S51tkATwu1
— Dalai Lama (@DalaiLama) July 2, 2019
চলতি সপ্তাহে দালাই লামা ৮৪ বছরে পা দিয়েছেন।গত মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,শরনার্থী সংকট,তিব্বতে ফেরার ব্যাপারে স্বপ্নসহ নানা বিষয় উঠে আসে সেই প্রশ্নোত্তর আলোচনায়।এই আলোচনা পর্বেই একজন নারীর দালাই লামা হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বলতে গিয়ে প্রবীণ এই ধর্মগুরু মজার ছলেই হাসতে হাসতেই ইংরেজিতে বলেন,’যদি কোন নারী দালাই লামা হয়ে আসেন,তাঁকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।’
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ‘বাংলা’ হওয়ার প্রস্তাব খারিজ
দালাই লামার দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়,ওই রসিকতা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় তিনি দুঃখিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584