পশ্চিমবঙ্গের ‘বাংলা’ হওয়ার প্রস্তাব খারিজ

0
113

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

west bengal change to bengal | newsfront.co
গ্রাফিক্স ছবি

২০১৬ সালে আগষ্ট মাসে রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয়।রাজ্য বিধান সভায় বিল পাশের পরেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ করেন।বিবেচনার কথা দিয়েছিলেন রাজনাথও।কিন্তু দ্বিতীয় মোদী জামানায় কার্যত পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব খারিজ করে দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে সংসদে জানতে চান রাজ্য সভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।তার জবাবে লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, বিষয়টি উত্থাপনই হয়নি।নাম পরিবর্তনের জন্য সংসদে বিল পেশ করে সংবিধান সংশোধনী আনতে হয়।কিন্তু সেটি যেহেতু হয়নি,তাই নাম পরিবর্তনের বিষয়টি সেই বিলে পেশের উপরেই নির্ভর করছে।

নাম পরিবর্তন কার্যাত খারিজ করে দিয়েছে কেন্দ্র এই বিষয়টি জানতে পেরে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here