নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কিছু শ্রমিক করোনা আক্রান্ত হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির গোদাপিয়াশালে বেঙ্গল সিমেন্ট প্ল্যান্টের পাশে একটি স্কুলে ১০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার গড়লো ডালমিয়া ভারত সিমেন্ট।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এতে সরকারি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।
২৩ আগস্ট কিছু শ্রমিক করোনা আক্রান্ত হওয়ার পরই কারখানায় স্বাস্থ্যবিধি কড়াকড়ি করা হয়েছে। চলতি সপ্তাহে পুরো একদিন কারখানার সমস্ত বিভাগে উৎপাদন বন্ধ রেখে স্যানিটাইজ করা হয়। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এপর্যন্ত ৩৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুনঃ বহরমপুরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন
যাদের পজিটিভ আসছে তাদের ১৫ দিন কোয়ারেন্টাইন সেন্টারে বা হোম আইসোলেশনের ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। তাদের পরিবারকে ১৫ দিনের রেশন দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। পরিবারের লোকেদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
লকডাউনে কোম্পানির পক্ষ থেকে গত কয়েকমাসে গোদাপিয়াশাল এলাকায় ৭০০ জনকে নিয়মিত রেশন দেওয়া হয়েছে। দেশজুড়ে কোভিড মোকাবিলায় পি এম কেয়ার ফান্ডে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে, ১২০০ শ্রমিক তাদের একদিনের বেতন দান করেছেন। রাজ্য সরকারকেও সাহায্য করা হবে বলে সংস্থার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584