আলুচাষে কষ্টার্জিত পুঁজি বিনিয়োগ,হাতির তান্ডবে মাথায় হাত চাষীদের

0
112

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

চাষীরা সারা বছর আলু চাষের অপেক্ষায় দিন গোনে৷ তাই প্রত্যেক বছর এই আলু চাষের সময় এলে এক গুচ্ছ স্বপ্ন নিয়ে কার্যত কোমর বেঁধে নেমে পড়ে ভালো ফলনের আশায় ৷

farmer | newsfront.co
দুশ্চিন্তাগ্রস্ত কৃষক ৷ নিজস্ব চিত্র

এবছর সেই স্বপ্নের চাষে হাতির তাণ্ডবের ফলে কার্যত চিন্তিত স্থানীয় কৃষক সম্প্রদায় ৷ উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ৷গাছ বেরোনোর আগেই শুক্রবার ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের রামনগর এলাকায় হাতির তান্ডবের ফলে নষ্ট হয়েছে একাধিক আলুর জমি ৷

land | newsfront.co
ক্ষতিগ্রস্ত চাষের জমি ৷ নিজস্ব চিত্র

যার ফলে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে এলাকার চাষীদের ৷এই সম্পর্কে স্থানীয় এক চাষী জানিয়েছেন, ১০ দিন আগে লাগানো হয়েছে আলুর চারা ,গাছ বেরোনোর আগেই তান্ডব চালিয়েছে হাতির পাল,যার ফলে রীতিমতো চিন্তিত আমরা ৷

আরও পড়ুনঃ গড়বেতায় বৃদ্ধার দেহ উদ্ধার , চাঞ্চল্য

বহু টাকা খরচা করে ভালো ফলনের আশা দেখেছিলাম আমরা,শুরুতেই হাতির তান্ডবের ফলে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে আমাদের ৷ সরকার যদি এই বিষয়ের উপর নজর পাত করে তাহলে হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবো আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here