তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের উপর দিয়ে গত সোমবার গভীর রাতে ঝড়ের প্রবল তান্ডবে প্রচুর মানুষের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়ে যায়।আনুমানিক ১৫ মিনিটের প্রবল ঝড়ে গ্রামের অসংখ্য ঘর বাড়ি প্রায় তচনছ হয়ে যায়।অনেকের ঘরের উপরের অংশ ঝড়ের প্রবল বেগে উড়ে যায়।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল,রাধিকাপুর,বোচাডাঙ্গা,মুস্তাফানগর, ভান্ডার,অনন্তপুর,মালগাও ও বরুনা অঞ্চলের সর্বত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বুধবার ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে প্রাথমিক ভাবে টারপলিন ও বস্ত্র দেবার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্থ গ্রামের শতাধিক বাড়ি
কালিয়াগঞ্জ ব্লকের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের ব্লক আধিকারিক পল্লব বিকাশ মজুমদার বুধবার এক সাক্ষাৎকারে জানান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সোমবারের ঝড়ে ক্ষতিগ্রস্থতদের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তার জন্য ইতিমধ্যেই এলাকায় এলাকায় গিয়ে কি পরিমান ক্ষতি হয়েছে তার প্ৰকৃত হিসাব করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির প্ৰকৃত পরিমান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।পরবর্তীতে তাদের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে সাহায্য করা হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584