ফের ফাটল কুনুর সেতুতে, ঝুঁকির যান চলাচল

0
59

সুদীপ পাল, বর্ধমানঃ-

এক বছর ঘুরতে না ঘুরতেই ফের ফাটল দেখা দিল কুনুর সেতুতে। স্থানীয়দের আশঙ্কা ওভারলোডেড যান চলাচলের ফলে ফের ভেঙে পড়তে পারে কুনুর সেতু। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে এই সেতুতে ফাটল দেখা দেয়। তখন যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। পুর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সেতু পরিদর্শন করে সংস্কারের কাজ শুরু করেছিলেন।

পরিদর্শনে আধিকারিকরা

এখন প্রশ্ন উঠছে, এখনও এক বছর পার হয়নি মেরামতির অথচ এর মধ্যেই কেন ফাটল দেখা যাচ্ছে? পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে দোমড়ার কাছে এই গুরুত্বপূর্ণ কুনুর সেতু কেন বারবার একই সমস্যা হচ্ছে? অথচ এই সেতুই উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। সেতু সংস্কারের সময় যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল, তার জেরে বেশ অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে পণ্য ব্যবসায়ী এখন আবার যদি সেই পরিস্থিতি এসে উপস্থিত হয় তাহলে মুশকিল বলে মনে করছেন ব্যবসায়ীরা। কারণ এই অতিরিক্ত পথের তেল খরচ পণ্য মালিকরা দিতে চাননা অনেকক্ষেত্রেই। ফলে বিপাকে পড়তে হয় পন্য পরিবহণকারীকে। বর্তমানে দেখা যাচ্ছে, কুনুর সেতুর মাঝ বরাবর একটি চওড়া ফাটল। স্থানীয়রা বলেন, সেতুকে ধরে রাখার জন্য মাঝের পিলারের কিছু অংশ বসে যাওয়ার কারনেই সেতুতে ফাটল ধরেছে। দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন ইঞ্জিনিয়রকে পরিদর্শনে পাঠানো হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ভারি যান চলাচল নিয়ন্ত্রন করার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here