সম্পূর্ণ শূণ্যপদের প্যানেল চেয়ে কালীঘাটে চাকরিপ্রার্থীরা

0
1523

আনিসুর রহমানঃ-

মাদ্রাসা নিয়োগ ঘিরে বিতর্ক পিছু ছাড়তেই চায় না। ষষ্ঠ SLST এর চূড়ান্ত পর্যায়ের ফলাফলকে কেন্দ্র করে সরব হয়েছেন অসংখ্য বঞ্চিত প্রার্থীরা।তাদের দাবি সুপ্রিম কোর্টের ইনটেরিম অর্ডারে (১৭/৫/২০১৮) শিশুদের শিক্ষার স্বার্থকে কেন্দ্র করে ইচ্ছুক মাদ্রাসাগুলোতে নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রায় আট হাজার পদ খালি পড়ে থাকা সত্ত্বেও মাত্র ২৫৭০ পদে ফলাফল ঘোষণা করে মাদ্রাসা কমিশন। ফলে বিপাকে শুধুমাত্র হবু শিক্ষকদের ভবিষ্যতই নয়, শিশুদের শিক্ষার স্বার্থ কতটা পূরণ হবে তা নিয়েও প্রশ্ন চিহ্নের দানা বেঁধেছে।

তাদের মতে কমিশনের খামখেয়ালীপনায় যাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দশার বেহাল পরিণতি না হয়, সে কারণে আগামীকাল সমস্ত কৃতকার্য ও অকৃতকার্য প্রার্থীরা আবেদন নিয়ে মাননীয়া মূখ্যমন্ত্রীর কাছে হাজির হচ্ছেন।

তাদের মধ্যে যেমন আছেন মালদার টুম্পা সরকার ,তেমনি বর্ধমানের নিমাই অধিকারী, হাওড়ার শাহবাজ কাজী তো মেদিনীপুরের সাইন আখতার। প্রত‍্যকেরই  আশা, মাননীয়া মূখ্যমন্ত্রী মানবিক ভাবে দেখবেন বর্তমান পরিস্থিতি।

উল্লেখ্য, বিশেষ সূত্রের খবর চূড়ান্ত ফলাফল বের হলেও উক্ত প্যানেলের উপর স্থগিতাদেশ চাইছেন একশ্রেণী ।

তাদের দাবি  নির্ঝঞ্ঝাট ভাবে ও সমস্ত বর্ধিত সিটে যাতে নিয়োগ হয়, সেই আবেদন নিয়ে মাননীয়া মূখ্যমন্ত্রীর সামনে হাজির হবেন তারা । চাকরি প্রার্থীদের মধ্যে নাম জানাতে অনিচ্ছুক একজন নিউজফ্রন্টকে জানান, ‘প‍্যানেলে এতো ত্রুটি, কেস তো হবেই!’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here