হইচই-তে হাজির গোয়েন্দা দময়ন্তী

0
357

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘গোয়েন্দা নয়, রহস্যের সন্ধানী’- এমনই লেখা রয়েছে পোস্টারে।হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল গোয়েন্দা-অপরাধ ও থ্রিলারের সংমিশ্রণে তৈরি মহিলা গোয়েন্দার সিরিজ। ব্যোমকেশ, ফেলুদা, একেন বাবু, গোয়েন্দা গোগোল-এর পর গোয়েন্দা ‘দময়ন্তী’। দময়ন্তীর ভূমিকায় অভিনয় করেছেন তুহিনা দাস।

actress | newsfront.co
অমৃতা চট্টোপাধ্যায়

মনোজ সেনের বিখ্যাত লেখা ‘রহস্য সন্ধানী দময়ন্তী’র উপর তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ।
দময়ন্তী দত্তগুপ্ত সুন্দরী, শিক্ষিতা, রুচিশীল। সে ইতিহাসের প্রফেসর এবং সুগৃহিণীও বটে। তবে জটিল রহস্য অনুসন্ধানে সে সিদ্ধহস্ত। মার্ডার মিস্ট্রিও সমাধান করে সে অনায়াসে। মূলত সেই দিকটাই খুব যত্নে তুলে ধরা হয়েছে প্রথম সিজনে।

আরও পড়ুনঃ অরিন্দমের ছবিতে নাইজেল আক্কারা, ফ্লোরে যেতে প্রস্তুত ‘তীরন্দাজ শবর’

tunina das | newsfront.co
তুহিনা দাস

‘ঘরে বাইরে’তে যে তুহিনাকে দর্শক দেখেছেন, রহস্য সন্ধানী তুহিনা নিজেকে কী ভাবে ভেঙেছেন তা না দেখলে বোঝার উপায় নেই। চোখ মুখের অভিব্যক্তি, চাহুনি তাক লাগায়।

দময়ন্তীকে রহস্য উন্মোচনের কাজে সাহায্য করে তার স্বামী সমরেশ। সমরেশের চরিত্রে ইন্দ্রাশিস রায়। তা ছাড়াও রহস্য উদঘাটনে দময়ন্তীর পাশে থাকে পুলিশ বন্ধু শিবেন সেনও। অভিনয়ে সৌম্য বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘একেন বাবু’তেও দেখেছেন দর্শক।দময়ন্তীর সিরিজের টাইটেল

আরও পড়ুনঃ বন্ধু হতে চায় ‘এসো বন্ধু’

actor | newsfront.co
প্রশান্ত নলুই

ট্র্যাকটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শরমিন সুলতানা সুমি।বাংলাদেশের ব্যান্ড ‘চিরকুট’ এই গানটির কম্পোজ ও পরিচালনার দায়িত্বে ছিল। দময়ন্তী সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন অরিত্র সেন ও রোহন ঘোষ। প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়।

ফেলুদা, ব্যোমকেশদের গোয়েন্দা গল্পপ্রেমীরা বেশ ভাল চেনেন। খুবই পরিচিত তারা। সেদিক থেকে দেখতে গেলে মহিলা গোয়েন্দাদের সঙ্গে আলাপ পরিচয় কমই ঘটেছে। তাই বইয়ের পাতার মহিলা গোয়েন্দারা পর্দায় এলে রহস্যপ্রেমী দর্শক খুশিই হবেন।

আরও পড়ুনঃ নন্দনে জায়গা মিলল না ‘দুধ পিঠের গাছ’-এর

এই সিরিজে চান্দ্রেয়ী ঘোষ একটি মজার চরিত্রে রয়েছেন। গৌতম পুরকায়স্থ, অমৃতা চট্টোপাধ্যায়, বেনি বসু সহ আরও অনেকেই রয়েছেন প্রথম সিজনে। প্রশান্ত নলুই রয়েছেন এক করাপ্টেড ওয়েটারের চরিত্রে।

অমৃতার চরিত্রের নাম শর্মিষ্ঠা। অমৃতা বরাবরের মতো নিজগুণে উজ্জ্বল এখানেও। সে এক বিত্তশালী বাবার মেয়ে। তবে, বাবার সম্পত্তিতে তার ঝোঁক নেই।

সে ফাইন আর্টস-এর ছাত্রী। নিজের মতো থাকে। রহস্যের কেন্দ্রে শর্মিষ্ঠার পরিবার এবং তার বাবার রিসর্ট। প্রশান্তও কম যাননি। তাঁর চোখ মুখের এক্সপ্রেশন নজর কাড়ে। বাকিটা জানতে হলে পাড়ি দিন হইচই-তে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here