নিজস্ব সংবাদদাতা, কান্দি :ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক এক ব্যাক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত বহরমপুর – শেরপুর রাজ্য সড়কে জামনা মোর এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম নহিরুল হক (৪৫)। কান্দি থানার জামনা এলাকায় তার বাড়ি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নামে কান্দি থানার পুলিশ। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। যদিও সেটির চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সে জামনা এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেইসময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে সে মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে। পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
বহরমপুর কান্দি শেরপুর রাস্তায় দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এলাকার মানুষের অভিযোগ ট্রাফিক নিয়ন্ত্রণের অছিলায় পুলিশের তোলা তোলার হাত থেকে রেহায় পেতে মালবাহী গাড়ীর ড্রাইভারদের অনিয়ন্ত্রিত গতির কারনেই এই দুর্ঘটনাগুলি ঘটছে বলে এলাকাবাসীর অভিমত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584