নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এমনটা প্রায়ই শোনা যায় যে, পরিবারের কোনও সদস্য যেটা একেবারে পছন্দ করে না সেটাই আবার অন্য সদস্য জীবনের সঙ্গে জড়িয়ে নিয়ে চলে বা চলতে যায়। যেমন কেউ হয়ত অভিনয় পছন্দ করে না, অথচ তার মেয়ে হয়ত সেই অভিনয়ই করে। এরকম আর কি। এহেন ঘটনার সাক্ষী এবার হতে চলেছে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দর্শককূল।
ঋত্বিকা চট্টোপাধ্যায়র বেস্ট ফ্রেন্ড ওর দাদু। কিন্তু দাদু একদম নাচ পছন্দ করে না। ঋত্বিকার খুব ইচ্ছে একদিন ওর নাচ দেখে ওর দাদুও হাততালি দেবে। ঋত্বিকার এই গল্প শুনে মহাগুরুর সূত্র ধরে ওর সঙ্গে দেখা করতে আসেন নতুন দাদু-দিদারা। এঁরা সকলেই বৃদ্ধাশ্রমে থাকেন। ঋত্বিকার ট্যালেন্ট দেখে ওঁরা মুগ্ধ। ওর মতো ট্যালেন্ট যাতে নাচ নিয়ে এগিয়ে যেতে পারে আর ওর দাদুও নাতনির নাচ মেনে নেয় সেই কথা বলতেই ওরা আসছেন ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে।
আরও পড়ুনঃ প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা
এছাড়াও অসাধারণ ট্যালেন্টদের একটার পর একটা ছক ভাঙা নাচ দিয়ে মঞ্চে তৈরি হচ্ছে ডান্সের নতুন ভাষা ।
২০ এবং ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় তাই দেখতে ভুলবেন না ‘ডান্স ডান্স জুনিয়র’, স্টার জলসায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584