করোনা কালে ‘স্যাফায়ার’-এর নয়া উদ্যোগ ‘ডান্স ভিভিড’

0
95

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা আবহে ‘স্যাফায়ার’-এর নয়া উদ্যোগ ‘ডান্স ভিভিড’। ‘ডান্স ভিভিড’ সিরিজে চারটি নতুন প্রযোজনা নিয়ে এই অগাস্ট মাসেই ‘স্যাফায়ার’- এর ২৮ তম জন্মদিন পালনের সূচনা হতে চলেছে। একটি বিশেষ মাসিক নৃত্য সিরিজ চালু করার মধ্যে দিয়ে তা সরাসরি সম্প্রচারিত হবে। তবে তা স্যাফায়ারের অন্যান্য স্টেজ প্রযোজনার প্রত্যাশিত মানগুলির কথা মাথায় রেখেই।

Dance | newsfront.co

সিরিজটি শুরু হবে চলতি বছরের ৯ অগাস্ট, টপক্যাট সিসিইউতে, সন্ধ্যা ৭ টা থেকে। কলকাতার রাস্তায় এবং ঐতিহ্যবাহী ভবনের সামনে কন্টেম্পোরারি নৃত্যের ফোটোশুট হয়ে গেল সম্প্রতি। স্যাফায়ারের নৃত্যশিল্পীদের ছবিতে ফ্রেমবন্দি করলেন ফোটোগ্রাফার কস্তুরী মুখোপাধ্যায়। ডিজাইনার অভিষেক দত্তের তৈরি পোশাকে তাঁদের দেখা গেল সেই শুটে।

Street dance | newsfront.co

উত্তর কলকাতার সরু গলিতে, জিপিওর সামনে এবং কারেন্সি বিল্ডিংয়ের ভিতরেও হয়েছে শুট। এই ফটোগ্রাফগুলি মূলত সংস্থার নতুন ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটটির আনুষ্ঠানিক প্রকাশ সহ নতুন ইউটিউব চ্যানেল ‘টিভি স্যাফায়ার’-এর উদ্বোধন এবং ডান্স ভিভিডের অংশ হিসেবে চারটি নতুন প্রযোজনা উপস্থাপন করা হবে এদিন।

Dance group | newsfront.co

‘স্যাফায়ার ক্রিয়েশন্স’-এর শৈল্পিক পরিচালক সুদর্শন চক্রবর্তী জানালেন- “পরিস্থিতি বদলেছে কিন্তু নাচের ধারা নয়। আমরা মঞ্চে নাচ করেছি, রাস্তায় নেচেছি, ক্যাফে, বইয়ের দোকান, গ্যালারি, বোর্ডরুমে নৃত্য করেছি এখন আমরা অনলাইনে নাচ করব। আমাদের একটি অন্য মাধ্যমে দেখতে পাবেন। আপনার মনের কল্পনায় আমাদের শক্তি ও চেতনা আপনার জন্য সৌন্দর্য, সৃজনশীলতার এক অন্য জগত তৈরি করবে। এটি এখন নতুন মাধ্যম। আমি চাই দর্শক এই নতুন মাধ্যমকেও গ্রহণ করবেন।শিল্পীদের পাশে এসে দাঁড়াবেন।”

আরও পড়ুনঃ ছায়া তার নাম

Couple dance | newsfront.co

চারটি নতুন প্রযোজনা হ’ল দেজা ভু: সিলভেস্টার মার্ডি ও পিন্টু দাস, ক্যাটাসট্রফ: বিজয় শর্মা, অভিষেক মিত্র, পেন্ডুলাম: আঙ্কিতা দত্তগুপ্ত, কৌশিক দাস, লুজিং টাচ গেনিং টাইম: পারমিতা সাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here