দেশজুড়ে চলছে লকডাউন, অনলাইনে নাচ শেখাচ্ছেন নৃত্যশিল্পী রঞ্জন কুমার দাস

0
537

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বর্তমানে গোটা পৃথিবীকে ঘিরে ফেলেছে করোনা ভাইরাস। করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। বাড়ির বাইরে পা রাখছেন না কেউই। এই মারণ ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেইজন্য বন্ধ স্কুল, কলেজ, অফিসও। বন্ধ রয়েছে নাচ, গান, আঁকার প্রশিক্ষণ কেন্দ্রগুলিও।

dance |newsfront.co
ছবিঃ প্রতিবেদক

২১দিন ধরে চলছে লকডাউন। এতদিন পড়াশোনা না করলে সিলেবাস শেষ হবে কি করে? এই কথা ভেবে অনলাইনে পড়ুয়াদের পড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। অনলাইনে যদি লেখাপড়া শেখানো যায় তাহলে নাচই বা কেন অনলাইনে শেখানো যাবে না? এই প্রশ্নটা বেশ কিছুদিন ঘোরাফেরা করছিল নৃত্যপ্রশিক্ষক রঞ্জন কুমার দাস-এর মনে। এরপরই রঞ্জন বাবু ঠিক করলেন যে তিনিও অনলাইনে বাচ্চাদের নাচ শেখাবেন। ব্যাস এরপর ভাবামাত্রই কাজ শুরু করলেন তিনি। ফেসবুক লাইভেই ছাত্রীদের নাচ শেখাতে শুরু করলেন এই শিল্পী। রঞ্জন বাবুর ট্রুপের নাম নৃত্যাঞ্জলী ব্যালট ট্রুপ।

dance |newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ বলিউডের দৈনিক মজুরির শ্রমিকদের রেশন প্রদানের ঘোষণা অমিতাভের

বিরাটিতেই তাঁর এই নৃত্যপ্রশিক্ষণ কেন্দ্রটি। তবে লকডাউনের জন্য ক্লাস এখন বন্ধ। তাই নৃত্যাঞ্জলী ব্যালট ট্রুপের ছাত্রীদের কথা ভেবেই মার্চের শেষ সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস করাচ্ছেন তিনি। রঞ্জন কুমার দাসের এই কাজে সহযোগিতা করছেন তাঁর স্ত্রী সায়নী দাস। তিনিও একজন নৃত্যশিল্পী তথা নৃত্যাঞ্জলী ব্যালট ট্রুপের সম্পাদক। লকডাউনের সময় তাদের এই যৌথ উদ্যোগে খুশি ওই নৃত্যপ্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here