রবীন্দ্র সংগীত ভরতনাট্যম নৃত্যের কর্মশালা কোচবিহারে

0
147

মনিরুল হক, কোচবিহারঃ

Dancing workshops Coochbihar
নিজস্ব চিত্র

রবীন্দ্র সংগীত ও ভরতনাট্যম নৃত্যের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারে।আজ কোচবিহারের পঞ্চানন ভবনে এই কর্মশালা শুরু হল।পশ্চিমবঙ্গ সকারের উদ্যোগ ও কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় তিন দিন ধরে রবীন্দ্র সংগীত ও ভরতনাট্যম নৃত্যের উপর এই কর্মশালা চলবে।কলকাতা থেকে বিশিষ্ট সংগীত শিল্পী অগ্নিভ ব্যনার্জি ও প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী অনিতা মল্লিক তাদের দল নিয়ে এই কর্মশালায় উপস্থিত হয়েছেন।তারা এই কর্মশালায় অংশ গ্রহণকারী ছেলে মেয়েদের রবীন্দ্র সংগীত ও ভরতনাট্যম নৃত্যের বিষয়ে নানা রকম তালিম দিচ্ছেন। এখানকার ছেলে মেয়েদের এই সব বিষয়ে উৎসাহ দেখে তারা ভীষণ খুশি।তিন দিন ধরে এই কর্মশালা চলবে।
অনিতা মল্লিক বলেন, “ভরতনাট্যমের কর্মশালা নেওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে।এখানে এত সংখ্যক ছেলে মেয়ে ভারতনাট্যম করে তা দেখে খুব ভালো লাগছে।আমি সবাইকে শেখাচ্ছি।তারাও উৎসাহ সহকারে শিখছে।সময় খুবই কম।ওদের এমন কিছু একটা শেখাতে চাই যাতে ওদের এর প্রতি আরও আগ্রহ বাড়ে।”

আরও পড়ুন: তিনদফা দাবীতে রেলমন্ত্রীর কাছে দরবার দীপার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here