সুদীপ পাল,বর্ধমানঃ
বৈদ্যুতিক কেবল লাইন নিয়ে যাওয়ার কাজের জন্য মাটি খোঁড়ার কাজ হয়েছে। এই কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই পাইপলাইন ফেটে বেশ কিছুদিনের জন্য পানীয় জল সরবরাহ ব্যাহত হয়েছে। খোঁড়া গর্তে বিপদ বাড়ছে গুসকরার বাসিন্দাদের।
গুসকরার বাসিন্দারা বলছেন,পুরসভার তিন নম্বর ওয়ার্ডে মাঝিপাড়া,পাত্রপাড়া এলাকায় প্রায় শ’খানেক পরিবার জলের লাইন ঠিক না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।একই সাথে ১৫ দিন ধরে চাঁদরায়তলার রাস্তার ধারে মাটির গর্ত খুঁড়ে রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে বাইক ছাড়াও ছোটখাটো যানবাহন যাতায়াত করে।গর্ত খুঁড়ে রাখার ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।পুর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে যাতে অবিলম্বে এই গর্তটি বোজানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবীতে গ্রামবাসীদের অবরোধে পুলিশের লাঠি,আক্রান্ত চিত্র সাংবাদিকরাও
গুসকরা পুরসভার নির্বাহী আধিকারিক আকলিমা খাতুন বলেন,যে পাইপটি ফেটেছে সেই ধরনের পাইপ না পাওয়ায় এই সমস্যা হয়েছে। জল সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে।বিদ্যুৎ দপ্তর এর সাথে কথা বলে দ্রুত কাজ শেষ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584