পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বড়সড় ডাকাতির প্ল্যান। ডাকাতির পূর্বেই আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার চার ডাকাত।রবিবার তাদের তোলা হয় রায়গঞ্জ জেলা আদালতে।পুলিশসূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জ থানায় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রুপাহারে একটি ধাবার সামনে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে জেনে সেখানে হানা দেয়। হাতেনাতে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম তাপস রায়,মেফতাহুল ইসলাম,সিরাজুদ্দিন মিয়া ও রতন সরকার। ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ,ইটাহার ও দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকে। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়। তদন্তের জন্য ধৃতদের পাঁচ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কাকের আক্রমণে পর্যুদস্ত বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার খেলার মাঠ ফেরতা বালকদের তৎপরতায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584