শ্যামল রায়,কালনাঃ
বাড়ির লোকেদের দড়ি দিয়ে বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে এক ডাকাতির ঘটনা ঘটেছে কালনা থানার সাতগাছি গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে।সশস্ত্র ডাকাতি করতে এসে বাড়ির বড় ছেলের হাতে ধরা পড়ে যায় এক ডাকাত। ডাকাত ধরতে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন বাড়ির বড় ছেলে মিরল মন্ডল। মারাত্মকভাবে জখম মিরল কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।দুষ্কৃতীদের শাবলের আঘাতে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন এবং শরীরে ডাকাতদের কামড়ের ক্ষত চিহ্ন রয়েছে।
রবিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে সাহাপুর গ্রামের নির্মল মন্ডল এর বাড়িতে। নির্মল মন্ডল হার্ডওয়ারের ব্যবসা করেন।ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা তুলেছিলেন আর ব্যবসার টাকা ছিল ৭৫ হাজার এমনটাই জানিয়েছেন বাড়ির লোকেরা।পুলিশ এই ঘটনার সাথে যুক্ত থাকায় স্থানীয় এক যুবক শহিদুল শেখ কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং এক ডাকাতকে স্থানীয় বাসিন্দারা তুলে দিয়েছে পুলিশের হাতে তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
বাড়ির কর্তা নির্মল মন্ডল জানিয়েছেন যে তাদের বাড়িটি নতুনভাবে তৈরি করা হয়েছে। দোতলার ঘরগুলো সব ফাঁকা। সশস্ত্র পাঁচজনের ডাকাত দলটি একতলার জানলা বেয়ে উপরের ঘরে চলে যায়,উপর দিয়ে নীচে চলে আসেন দুষ্কৃতীরা। নীচের ঘরে ঢুকেই নির্মল মণ্ডল এবং তার নাতিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ডাকাত দলটি। ঘরে থাকা আলমারি থেকে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ১২২ গ্রাম সোনা লুট করে ফেলে দুষ্কৃতীরা।নগদ টাকা এবং সোনা লুট করার পর পাশের ঘরে চলে যায় দুষ্কৃতীরা।সেই সময় দড়ি খুলে নির্মল মণ্ডল অন্য একটি ঘরের মধ্যে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আর সেই সময় দুষ্কৃতীরা অন্য ঘরের মধ্যে থাকা বাড়ির বড় ছেলে মিরল মন্ডল এর ঘরে যায়। বাড়ির কর্তা নির্মল মন্ডলের চিৎকার-চেঁচামেচিতে এলাকার মানুষ জেগে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে। এলাকার বাসিন্দাদের তেড়ে আসার সময় দুষ্কৃতীরা ভয়ে আতঙ্কিত হয়ে ৪ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। একজন ডাকাত পালাতে যাওয়ার সময় বাড়ির বড় ছেলে মিরল মন্ডল পিছন থেকে তাকে জাপটে ধরে। সেই সময় ওই দুষ্কৃতী মিরল মন্ডল কে শাবল দিয়ে মাথায় আঘাত করে এবং সারা শরীরে কামড়ে দেয়। তবুও ওই দুষ্কৃতী কে নাছোড়বান্দা হয়ে ধস্তাধস্তি করে ধরে রাখে মিরল।
দ্রুত এলাকার বাসিন্দারা জোটবদ্ধভাবে পৌঁছে গিয়ে ওই দুষ্কৃতী কে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। পরে ওই দুষ্কৃতী কে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই সশস্ত্র ডাকাতির ঘটনার পিছনে রয়েছে স্থানীয় এক যুবক সহিদুল শেখ নামে এক যুবক।কালনা থানার পুলিশ ওই যুবককে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা কর্মদক্ষ হরে কৃষ্ণ মন্ডল জানিয়েছেন যে “এই ধরনের ডাকাতির ঘটনা আমাদের এলাকার বাসিন্দাদের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে প্রচন্ড ভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই পুলিশের কাছে আমরা জানিয়েছি দ্রুত এই ডাকাতির ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে তদন্ত করে খুজে বের করে কঠোর শাস্তি দেয়া হোক এবং রাতের বেলায় এলাকায় পুলিশ ভ্যান যাতে টহল দেয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি পুলিশের কাছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584