নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
দুঃসাহসিক চুড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট এলাকায়।ঘটনাটি ঘটে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার বোয়ালদহ গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভিতরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।
দপ্তরের কর্মীরা জানান গতকাল বিকেলে ব্যাঙ্কের যাবতীয় কাজ সেরে ব্যাঙ্ক বন্ধ করে তারা চলে গেলে আজ বুধবার ব্যাঙ্ক খুললে দেখতে পান ব্যাঙ্কের পাশের জেনারেটর ঘড়ের দরজা ভেঙ্গে জানালার লোহার সিক কেটে কোলাক্সিভিল দরজা কেটে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা ব্যাঙ্কের দুটি কম্পিউটারের সিপিউ চুড়ি করে চম্পট দেয়।সকালে ব্যাংক কর্মীরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং বালুরঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুনঃ কাঁচের বাক্স থেকে উধাও সরস্বতী প্রতিমা
ব্যাঙ্ক কর্মী ঝন্টু রাওয়াত জানান,আজ সকালে তিনি এবং ব্যাঙ্কের সকল কর্মীরা এসে দেখেন ব্যাঙ্কের সার্টার কাটা এবং দুটি কম্পিউটারের সিপিউ চুড়ি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
ডিএস পি ধিমান মিত্র বলেন ,ব্যাঙ্কের চুড়ির ঘটনায় দুষ্কৃতীরা খুব শিঘ্রই ধরা পরবে।ব্যাংকের সিসি টিভি দেখে তল্লাশির কাজ শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584