শুভেন্দু হাওলাদার, পশ্চিম মেদিনীপুরঃ
এবার মেদিনীপুর শহরতলীতে দুঃসাহসিক চুরি।চুরি খোদ ৫নং শিরোমনি,পঞ্চায়েত অফিসে।শুক্রবার সকালে দৈনন্দিন কাজের জন্য অঞ্চল অফিসের নিচের তালা খুলতে গেলেই তা খোলা অবস্থায় মাটিতে পড়ে গেলেই চক্ষু চড়কগাছ অঞ্চল অফিসের চতুর্থ শ্রেণীর কর্মী প্রফুল্ল মাহাতোর। এরপরই তিনি দেখেন অফিসের সমস্ত আলমারির দরজা ভাঙা,নথিপত্র পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, খোয়া গেছে টাকা পয়সাও।
যদিও চুরির পরিমাণ এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি অঞ্চল অফিসের কর্মীরা।খবর পেয়ে এই অফিসে পৌঁছান দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।সূত্রের খবর সকালে অফিস পরিষ্কারের সময় প্রথম চোখে পড়ে চুরির ঘটনা।ঘটনার পর খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে।ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।প্রাথমিক ধারণা মনে করা হচ্ছে চুরির পিছনে হাত রয়েছে অফিসেরই কোন কর্মীর।পুরো ঘটনার তদন্তের পরেই নিশ্চিতভাবে কিছু বলে যায় বলে দাবি পুলিশের।
আরও পড়ুনঃ হঠাৎ ভেঙে পড়া গাছে বহরমপুর যানজট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584