হাথরাসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের

0
73

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

মঙ্গলবার উত্তর প্রদেশের হাথরাসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি এয়ারভিউ মোড় থেকে শুরু করে ভেনাস মোড়ে গিয়ে শেষ হয়।

TMC Rally | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ দলীয় কর্মীরা।

Women tmc rally | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সরাসরি চালু থাকুক কলকাতা লন্ডন উড়ান, কোভিড দায়িত্ব আমাদের: মুখ্যমন্ত্রী

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে, “উত্তর প্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যে যেভাবে দলিত মেয়েদের উপর অত্যাচার চলছে। যেভাবে বর্ণ বিভেদ তৈরি করা হচ্ছে, সামগ্রিক ভাবে মেয়েদের উপর অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে। এবং আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ও নেতৃত্বে বিভিন্ন জেলায় প্রতিবাদ সংগঠিত করছি।”

আরও পড়ুনঃ বকেয়া টাকার দাবিতে আন্দোলনে নামল কোচবিহার জেলা পরিষদ অধীনস্থ পাম্প কর্মচারীরা

এর পাশাপাশি তিনি আরও বলেন যে,”আমরা দেখছি যে প্রধানমন্ত্রী মৌন ব্রত অবলম্বন করেছেন। এই যে নারকীয় ঘটনা ঘটেছে তা তার মনকি বাতে স্থান পায়নি এখনও পর্যন্ত। এর থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের মাটিতে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে মহিলাদের অসম্মানিত হতে হচ্ছে। এবং আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাইছি যে, উত্তর প্রদেশের দলিত হামলা উত্তর চাইছে উত্তরবাংলা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here